✒️............


তোমার কাছে পাওয়া যত সহজিয়া সুখ
স্বপ্ন দেখার অন্যজগত, মগ্ন দুটি চোখ!
পথের বাঁকে ফুলের সুবাস;মুগ্ধ বনতল
শুদ্ধ সুদিন,সাধ্য মলিন,ক্রুদ্ধ সঙ্গী শোক!


আশার বেলা;সখ্য নিবিড় প্রাণের খেলা
শ্বাসের মত যত্নগভীর, নিত্যনতুন ভোর,
চলে যাবার নিয়মনীতি সত্য অবহেলা
সুখ দোরে ঝুলে থাকা মিথ্যামিথুন ঘোর!


কোমল ছোঁয়া, বিমল কথা, দীপ্ত শপথ
কোথায় যাবো তোমায় ছেড়ে বহু দূরে!
গহীন জুড়ে মাতম যখন গুপ্ত ঘাতক;
সুপ্তরোদন গলে পড়ে তপ্তব্যথার সুরে!


অতল ছেনে যেই বেদনা, রক্ত হয়ে ঝরে
রুখে দেবার সাধ্য কিছু কাহার থাকে!
আশার আলো নিভতে থাকা অন্ধকারে
বিদায়ক্ষণে ফিরবে সে কোন পিছুডাকে?


মানের সাথে মনের তফাত কেমন দোষে  
তপ্ত জীবন পারে, খুঁজবো কোথায় আর!
চেনা পথের অচিন ধুলোয়, যাবো মিশে
আপন গোপন ধূর্তধারণ,কীইবা দরকার?


ঘরের সাথে পরের সাথে যত্তো বাঁধন;
আপন আলয়,আদর বলয়, মিথ্যে মায়া!
কবরখানার নীরবতা শিখতে বাকি সাধন
কান্না জমা উপকূলে চাইবো কেমন ছায়া!


তোমার পথে ছড়িয়ে দেবো নষ্ট শবদেহ
মাড়িয়ে যেতে যেতে, ঘৃণ্য নৃশংসতায় -
অনুলেহ শিখতে থাকুক বেঁচে থাকা কেহ
-মৃতপুরীর হৃদয় থেকে মুক্ত সকল দায়!


সারাটিকাল কোথা কে আর বেঁচে থাকে?
ভাগ্য বদল হয়, সব ভালোই কী সয়!
অমোঘ বাণী সত্য মানি কালির আঁকে,
হে পৃথিবী সর্ব ভালো, আমিই মন্দ ক্ষয়।


✒️@ আগুন নদী ©
....... ২০২৩ .......