.          =<>ΠΠΠ<>=         .


     চামচা নামক যারা;
     নিয়োজিত নানান কাজে,
নানারকম আয়োজনে চরম তোষামুদে
- জোঁকের মত চোষক রুগ্ন অনুচর!
শরমভরম নেই বলে এ-ই;
ঘাম জমানো নরম তালুর ভাঁজে,
আরামলেহী পরম মোসাহেবি!
ঘৃণ্য তারা পাদলেহী অবোধ সাকার,
ভিন্ন নামে অভিন্ন ওরা-ই
- সদানন্দ ক্ষুণ্ণ করা হীন্য চাটুকার |


    লোভে লাভে লিপ্ত যারা;
    স্বভাবতই অভাবপ্রিয় বর্ণচোরা,
হেথা হোথায় সকল প্রথায় মিশে থাকা  
- নাম ঝুলিয়ে রাখা আকাম তাঁবেদার!
আকার কোথায় মর্মে বিকার ক্ষত;
কচলিয়ে হাত চামড়া ওঠায়,
দামড়া ওরা কর্মে এবং ধর্ম অধর্মে!
আমড়া কাঠের ঢেঁকির মতো,
বংশ বাড়ায় ধ্বংস ঘোড়ায় চড়ে
- আশেপাশে সর্বনাশে ত্রাসে দেদার |


    খামচাখামচি করা;  
    খেয়ালখুশি স্বার্থবাহী নানামুখী,
চামচ গুনে তেলে জলে দেয় মিশিয়ে
- গামছা ধোয়া খাচ্ছে ঘোলা পানি!
গা মোছা হোক, পা মোছা হোক
একটা কিছু হলেই হলো তৃষ্ণা সুখী!
পাপোষ জুতো পাশবালিশের গায়ে,
শরীর মগজ বিকিয়ে পড়ে শুয়ে!
ইঁদুর মারার টোপ পেলেও খাদক
- তল্পিবাহক ওদের চোখে জন্মছানি ||


-=<>||Π© আগুন নদী ©Π||<>=-