____♪♪♪♪____


রাগ করে মিছেমিছি অনেকেই;
বেহুদাই বলে ফেলে কতো কী!
গাধা ঘোড়া ভল্লুক পেটমোটা হাতি,
- দুষ্ট বানর কিংবা ইঁদুর ছানা!
আমি সেই সমাজের মানু,
যে 'সামাজে' হাত পাতা পাতি
মুই এক হনুরে! আসলে হাঁদা!
ফপরদালালি চলে ভিক্ষার বেসাতি
কানে তুলা ঠোঁটে তালা -
নাকে বেশ তেল দিয়ে ঘুমিয়ে থাকি!


মুখপোড়া হনুমান;খটাশের পুতি
মামুলি খচ্চর গাধা,গরুও ছাগল
বেহুঁশ মানুষ নাকি মুর্খ নাদা?
কিছুই যায়না বাদ ছোটলোকি বুলি!
শেয়াল কুকুর হতে নিরীহ বিড়াল,
মাথামোটা অমুক বা তমুকের নাতি!
এইসব বাজে কথা,পচা গালাগালি
- চারপাশে হামেশাই চলে!
অবলার নাম ধরে বদনাম সাধা,
ভুল করে অহেতুক এই বলাবলি।

আশেপাশে মানুষের রূপে;
আচরণে উজবুক উল্লুক কা পাঁঠা;
সাধারণ জানেনা ব্যাকরণ খোঁজে!
বিড়ালতপস্বী তবে ঠিক বাগধারা,
কিংবা বকধার্মিক অলক্ষীর ঝাঁটা?
কুড়াল ডেকে আনে ফলাতে সুঁই!
ডুবতে চাইনা ওই নর্দমা কূপে;
নিশপিশ হৃদয়ে দুই চোখ বুঁজে -
চুপিচুপি একটাই 'চুপগালি' দিই
- মানবজন্মের আগে কী ছিলি তুই!


_______
©আগুন নদী
@ নভেম্বর ২০২৩