'কবিতা' বাঁচতে চায়,
ঘনিষ্টতা চায়...


.. _____ ♥♥ _____ ..


দিগ্বিজয়ের ঘোড়া থেকে নেমে,
প্রান্তিকের পথে খেয়েছি হোঁচট!
খোঁড়া জীবনের শুরু -
পদে পদে গিয়েছি থেমে;
- চওড়া দুয়ার করেছি সরু!
হুতাশী পথিক আর চিনিনি সুপথ;
দেখেছি দীঘল খঞ্জর হাসি,
ভাঙতে পারিনি আগল কপট!
মল্লবিহীন দুরন্ত দ্বৈরথ
- ব্রাত্যসুখের দেশে |


কী আছে কী নেই অনন্ত অবান্তর;
জ্বলন্ত জিজ্ঞাসা শুনিনি কোনো মুখে!
রণপা চড়ে গিয়েছি পরহিতে,
পায়ের চিহ্ন পড়েনি কোথাও
- সাজাতে পারিনি অন্তর!
পেয়েছি কী পাইনি বলে -
হিসেব মিলিয়ে নিতে,
আগুন ফুটতে দেখেছি যতো চোখে!
কোলাহলে চাপা পড়ে পড়ে
- আমিও গিয়েছি মিশে |


লিখতে পারিনি মুক্তির বাণী;
কাগজে কলমে লিপিকা'র বুকে,
রত্নতিলক নাম!
গড়তে পারিনি সত্য সরণি
- দ্বাপর মনস্কাম!
চতুর ভক্ষণের বেসাতি জমিয়ে,
ক্রৌঞ্চমিথুন করেছি বধ!
পাপের পদক পরেছি মাথা ঝুঁকে!
ক্রান্তিকালের সাক্ষী না হয়ে -
বাঁচতে গিয়ে, মরেছি কায়ক্লেশে ||


✒️ @ আগুন নদী ©
.... 'পৃথিবীর পথে' (অংশবিশেষ)....