♦ ......


বর্ণমালার শপথ বুকে নিয়ে ...
বিবর্ণ ঘুমেই লিখছি আকর্ণ গল্প!
পঞ্চপদী বাক্যের দীঘল ঠোঁটে,
চঞ্চল কাকচিলের অচঞ্চল দীর্ঘস্বর!
চৌদ্দশত পৃষ্ঠার সূচীত কড়চা লিখে
- প্রচ্ছদে আঁকছি অপরিচ্ছন্ন মাপ
শোকের শিলালিপিতে অশোক ভাস্কর্য,  
এবড়োখেবড়ো মূষিকের মুখের পাশে
- সমাসবদ্ধ যুগল মার্জারের গোঁফ!
আকীর্ণ বিভক্তি জনাকীর্ণ কারক কল্প
যতিচিহ্নের রীতিহীন শব্দ মোর্চা!
নিশ্চিত আমার বিজয়গাঁথা অনস্বীকার্য |


নাককাটা নকুলের লেজ কেটে ....
বিশেষ বিশেষণে অভিহিত গন্ধগোকুল!
সর্বনামে আমারই আমিত্বের ছবি;
আমিময় ক্রিয়ার কর্তাও কর্মে,
বৈয়াকরণ বৈঠকের বেতাল মজলিস!
মুগ্ধ জিলাপির সুকঠিন প্যাঁচে,  
দেহাতি কামনা ভোগবাদী ভুল শোর!
মহাকাব্যের নামে অনাব্য স্রোতে
- মাতাল প্রেমের দোস্তি অব্যয়ীভাবে,
নরোত্তম কথকের নরোম সুখদুঃখ!
পাণ্ডুলিপির বাকি অংশে শুইয়ে রাখি,
সস্তা বিরহের দুরবস্থা দাঁতাল শুয়োর |


ধন্যবাদের গৌণকর্মী গণ্য উদার ....
মান্যবরের নাম ভাঙানো তক্ষ সাধক!
পালিত্য আমার পালিত চর্চার গীত,
বিলাপ ধ্বনিতে মাখছি কলম কালি!
বাহাত্তুরে ময়লা ব্যামোর বাধ্যবাধক
- রাতের সাথে মোলাকাতের সুর;
হাতের পাঁচে সূক্ষ্ম দাঁতের কচকচানি,
ভৃত্য হৃদয় গাঁথি তল্পিবাহক যুক্তবর্ণ!
- শব্দমালার পরিভ্রমণ সমাপ্তি হলে,
অন্ত্যমিলে সাজিয়ে ধামালি সৌধ!
ছুঁড়ে ফেলে সব জীবিত শব্দকোষ,
গাইতে চাওয়া খোলনলচে সংগীত ||


===================
----<> © আগুন নদী © <>-----
__________________