সাধ্য ছাড়া যুদ্ধে কী লাভ;
তারচে' ভালো,ভুলেই গেলে সাঁতার!
কাউকে ছাড়া নাইতে নেমে;
ইচ্ছে করেই ডুবে যেয়ো টুপ!
কীসের দায়ে পাড়ি দেওয়া পাথার |


নীতি যখন অন্য চোখে 'লোভ'
রেখোনা আর ফেরার কোন তাড়া!
শখের সুখের মায়ার কাছে,
অহংকারী কায়ার পাশে!
পচলে পচুক একলা তোমার মড়া |


মনগড়া রঙ রাংতা সহযোগ;
সীমার অতীত মিথ্যে সাজায় যারা!
তাদের গলায় সাজুক মণিহার;
আড়াল থেকে নাইবা হোলো দেখা!
- বিষম জয়ের,মাল্য পরুক ওরা |


হারতে শেখার এমন দারুণ সুযোগ;
নীরবতায় ধীরে ধীরে ডুবে যাবার সাধ!
কোথাও কিছুই রবে না তো থেমে;
ফোটার আগেই কলি ঝরার মতো!
ভুলের মুকুট পরে;তারাই বাঁচুক অবাধ |


            ..........©.........