♣♣_______


ভাষার সাম্পান ডুবাতে চায় যারা;
গৌরী বর্ণমালার মাধুরী ছিড়েখুঁড়ে,
কদর্য কীসব রূপ কল্পে!
মাঝি নয়; মাঝি নয় ওরা,
- সাদা পালে কালি মাখে স্বল্প!
বাক্যহৃদয় ছিন্নভিন্ন করে কারা?
চৈত্রপ্রতাপী দিনের আলোয়;
দুঃস্বপ্ন অতীত লিখে মাঘের গল্পে
কুয়াশার তোড়ে কিছুই দেখিনা
- কুড়াতেও পারিনা অল্প |


কারা ওরা ঘাটমড়া ধামাধরা;
আধমরা বোধনের ঠুটোঁ গুরু,
কালির আঁচড়ে চুকায় ঠুলির ল্যাঠা,
গাঁটছড়া বেঁধে দেয়া চর্বিত চর্বন
- মরমি প্রাণের ভাষায় শঙ্কিত শব!
ভাবের গলুইখানি কেটেকুটে সরু;
খানখান ভেঙে ফেলে শব্দতরীর বৈঠা!
বিকলাঙ্গ উপমায় 'জীবনানন্দ' ছুঁতে
একাকার করে ফেলে, বিসর্জন অর্জন
- রাতচরা পক্ষীও শালিকের কলরব |


আনাড়ি কুমোর শিশু কীভাবে বুঝবে;  
কলসিও কাঁখের শৈল্পিক ব্যবধান,
মৃৎপাত্রের খোদাই সংযোজন!
আগামীর দেয়ালে আঁকা ভাষাচিত্র
- প্রজন্মের স্বজন যদি নাই খুঁজবে!
তবে ছাড়ো প্রাণহীন বিষণ্ণ আয়োজন;
সশব্দ গাঁথুনিহীন নৈশব্দ অবদান,
ভেড়ার পালের মতো বিশেষণ যতো!
তারচে' একঝাঁক মৃতপ্রায় গল্পের বাঁক
- জলজ্যান্ত নদী হয়ে উঠুক ইচ্ছেমতো ||


..________..
©  আগুন নদী  ©
® ৮ ফাল্গুন ১৪১৪
[পরিমার্জিত সংস্করণ]