♥ .......


দাদার আমলের দালানকোঠা;
পেছনে ডাকার মত কেউ নেই আর,
সামনে আবেগী ঢেউ স্বপ্নের ফানুস!
পুরানা সেই ভাঙাচোরা দহলিজে বসে  
- বেমালুম ভুলে যাই সরসিজ কাল,
উপরে আকাশ হাসে মুখ তুলে চাই না
ঘরানা অসুখ নাকি আবদ্ধ আঙিনা!
ছাড়ছি না হাল আমলের বোলচাল,
গোঁ ধরা পাঁঠা ছাগল একগুঁয়ে হাঁটা
- আমার লাগাম টানে সেই সাধ্য কার |


পরম্পরা আঁকড়ে যদি ভালো থাকি;
করিৎকর্মা হতে বারণ কোথায়,
সম্বিত ডুবে কেন ডুবন্ত দুর্জন!
স্বকীয়তা নিশ্চিত রক্তবাহী বিষয় নয়
- আচম্বিত স্রোতে মিশে ভেসে যাওয়া;
বাহিরে আমি যে রূপের রঙিলা মানুষ
ভেতরটায় পাতকুয়োর ব্যাঙ মানস!
কিছুই ধরি না মনে সুজন সৃজন,
নির্ঘাত সংকীর্ণ এক অকর্মার ঢেঁকি
- নিখোঁজ সারাৎসারে জীবনটা অজয় |
  
এক তোরঙ্গ জমিয়ে রাখা সনদ,
কিছুই কাজের নয় কাগজের পাতা!
বর্মী সেগুনের সিন্দুকের কাঠে,
অহমিকা অলীকের গুপ্ত ঘুণের বাসা!  
- আবলুস আলমিরা সস্তায় বেচে,  
পরগাছা আসবাবে সাজিয়ে প্রাসাদ!
কলঙ্ক পালঙ্কে শুয়ে অপলক দেখি;
পদকের দেঁতোহাসি মোড়কের ছাতা,
আকাশকুসুম রাশি গজমতি চৌকাঠে  
- সামান্য ভাতঘুমে রতি প্রেম ঠাঁসা ||


-==<>|||> আগুন নদী |||<<>==-