♣♣


খনির মালিকানা চেয়ে;
হেরে গেছে কতো জ্ঞানের দেবী!
বৃথাই বেড়েছে শোর...
কুড়াতে পারেনি গোলাপি হীরকের
একটি বিন্দু কণা!
খালি হাতে ফিরে গেছে,
নিয়তি সীমানার কাছে!
জোর করে কে আনতে পেরেছে
-সোনালি জরিন ভোর |


এথিনা'র ছায়া ভেবে;
মাথা কুটে মরে গেছে,
আরেস'র ধ্বজাবাহী কতশত চ্যালা!
কিছুই হয়নি মুক্ত ধরণীর;
পুড়েছে মিথ্যা পুড়েছে আসীন!
কামিনের দল আবার খুঁড়েছে,
অস্থি চর্ম বর্ণ পুড়েছে!
ক্রীতদাসের হাট জমেছে
হাত বদলের খেলা....
মিথ্যে কমেনি, মুক্তি আসেনি
- পতাকা ওড়েনি স্বাধীন |


পাহাড়ের পর পাহাড় যেখানে;
খনির সিথানের কাছে,
ওকের সারিতে সাজানো বনে
মিসলটো'র সুধা ঘ্রাণে!
সোনার কাস্তে হাতে নিয়ে
দাঁড়িয়ে থাকা যাজক....
কিছুই দেখেনি কিছুই শোনেনি
চিনে নাই গুহার পথ!
লুটতে পেরেছে কালেকালে যতো
লুটেরা প্রবঞ্চক
তাহাদের সাথে মিলেছে ততো
- অন্ধ অভিভাবক ||


.........©.........
@Aghun nodhy


.