||||||||........


জাত মারা ভাতমরা দল .....
দশহাত এক করে ছিঁড়ে দিনরাত;
বিরহ পরকীয় সুরে চটি চাটা গড়ে,
যা পায় তা-ই খায়, দিতে চায় খাইয়ে!
- ছুতোনাতা করে রোজ গুতোগুতি;
ভাষার সুতাকলে নিরাশা বোতাম গেঁথে,
অহেতুক অশালীনে লিখে দেয় ঘোর!
হতাশার হিমঘরে সাগরের লাশ,
অনায়াস নদী পাড়ে নীরস বিরস পথে
- বর্ণের ক্ষত বাড়ে সেলাইয়ের ফোঁড়ে |


তিল তাল তল্পা মালপোয়া চাটে,
পাত পেতে ঘুম যায় চিৎপাত শুইয়ে!
পেশাখোর নেশা আহা রগরগে বিগড়ে,
কোনোমতে টেনেটুনে জাগলে
- ঠেলেঠুলে লাফ দেয়া কাঁপ ওঠে
লিখে দেয় বিস্তর খচ্চর খিচুরি,
নীতিহীন ভেগে যাওয়া আরতি ভোগ!
আহা যতো নচ্ছার ইচ্ছার চোটে
গ্রন্থের নাম কেটে রামবংশ ফাটে  
- গ্রন্থির শ্যামশিরা ইহধাম ছাড়ে |


ছেঁড়া খোঁড়া ভূমিকার চপ্পল ....
ভাঙা নাক খড়মের যবনিকা ঠ্যাঙ!
একমাথা দুই কান কুটি কুটি করে,
যতোসব আজগুবি বার্তা
- রঙচটা প্রেমিকের বুজরুকি কোর্তা
ঘটি ঘট ঘড়া মাথানোয়া হাতে,
গলাকাটা গীতনামা বিশ্রুত বিলাপ!  
পা চাটা ধামা আসে পা কাঁপে ঠকঠক,
আসরে বাসর ভাসে আাধভাঙা নায়ে
- কাচুমাচু চাটুকার শব্দের লেজ ধরে |


শোধরাবে কবে আর .....
সরল না গরলে নাকি শেষে মরলে!
খয়রাতি আহবানে কান্না বিরেত,
কবিতার তাঁতকলে রেশমের আকাল
- কী সব প্রেম টেম গল্পের তল্পি,
জামদানি আঁচলে আজ 'অজ নকশা'
সস্তা উলের ফুলে গোঁয়ার গন্ডার!  
টেনে আনে কারা ওরা মৃত ছাল,
শিল্পের নামে যতো অশিল্প মাকাল
- অকল্প অপঘাতে মরা ভুতপ্রেত ||


=|||||©আগুন নদী©==<>>|||||<>=