♥ ......


জলকুমারী হে, তুমি নিশ্চয়ই
আমার বা অন্য কারো প্রণয়ী ছিলে না!
তবে তোমার আবছায়া দেখা হলে,
নিজের কথাও বেমালুম ভুলে গেছে যারা
- আমিও কী সে-ই দলের ছিলাম?
সান্নিধ্য না উষ্ণতা চেয়ে
দলেদলে হয়েছিলো পাগলপারা
- আবেগের ডুবখেলা জগতীর কোলে |


কী যেন নাম ছিলো তোমার?
খোঁপার ফুলের রঙ গায়ের গন্ধ সুবাস,
অবাক দিঠির ঠারে সবাক শরীর!
কোথাও অবশেষে আছো নাকি বেঁচে,
কেওড়া বনের কাছে নীরব প্লাবনে মিশে
- নোনাপানি স্রোতে নয়তো নির্ঝরে!
ঘন সবুজের ঝাউবীথি পথখানি চিরে
- কখনো যাওনি তুমি সশরীর নেচে |


এখনো কোথাও স্মৃতির কাতর স্বরে,
অস্ফুট বিলাপে ভাসে বিস্মৃতি নিবেদন!
বেনামি অপেক্ষা চলে মিনতি মন্দিরে,
ফুরিয়ে যায়নি মোহের উন্মত্ত মদ!
অক্ষম আক্রোশের প্রমত্ত ফোঁটা ঝরে  
- সক্ষম হতে পারেনি যে নিবিড় প্রেম!
প্রণয় কুটিরেও শান্তি আসেনি ফিরে
- অনুনয়ী জীবনের ক্রন্দিত বশংবদ ||


-----== © আগুন নদী © ==-----