```********©********```


মাটিকাটা শ্রমিকের ঘামে
বহু দামে কিনে আনে সুফলার চারা!
ততদিনে ঈশানের মেঘে
মাটিকামড়ানো কেউ;চিরতরে চলে যায়
অজানায় বহুদূরগামী
- ফিরতে পারেনা আর কোণঠাসা সারা |


ধানকাটা কিষাণের নামে
অনেক যতন করে রেখে দেয়া বুকে
নিশানের স্বাধীনতা জেগে
কপাল চাপড়ে বলে;পরাধীন তলে আয়
ফসলের চেয়ে কোন দামী!
   -জমিন আঁকড়ে মরে মাথা ঠুকে ঠুকে |


আদরের খেতখোলা জ্বলে
নিদয় বর্গীর হানা কেড়ে নেয় সব
নিদারুণ আগুনের আঁচে
ছারখার হয়ে যায়;প্রীতিকর স্মৃতি ভার
বিষণ্ণ নবান্ন দিন কাঁদে
     - নবারুণ আর কবে আবার উজল |


উদরের ক্ষুধাজ্বালা বলে
মৃতপ্রায় কতো আর রয়ে সয়ে শব
সকরুণ স্বশাসনে বাঁচে!
ঘরদোর যায় যাক;রণে টেকা দরকার
নিষণ্ণ নিরন্ন বুক বাঁধে
    - মাটির শরীর বেয়ে দুচোখ সজল ||


--::::::::::::::::::©:::::::::::::::::--