জ্যোতির্ময় নন্দী।
আমার খুব চেনাজানা সাহিত্যকর্মীদের মধ্যে অন্যতম একজন।
কবি ও অনুবাদক।
কাব্যচর্চার পাশাপাশি সংস্কৃত, ইংরেজি, ফরাসি, হিন্দি প্রভৃতি ভাষা থেকে ধ্রুপদী ও সমকালীন সাহিত্যের বাংলায় অনুবাদ করে চলেছেন অনেকদিন ধরে।
তাঁর চারটি কবিতার বই এবং বেশকিছু অনুবাদকর্ম ইতোমধ্যে মুদ্রিত ও গ্রন্থিত হয়েছে।


জ্যোতির্ময়ের জন্ম ১৯৫৬’র ১ আগস্ট চট্টগ্রাম শহরে। তাঁর এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা সাত। এগুলোর মধ্যে রয়েছে: কবিতার বই ‘শিশু তুমি মাটির কাছে’ (বলাকা প্রকাশন, চট্টগ্রাম), ‘পানপাত্রে গচ্ছিত রাত্রি’ (অ্যাড কমিউনিকেশান, চট্টগ্রাম) ও ‘আমার কবিতা যেন থাকে দুধেভাতে’ (অন্য মুখ প্রকাশনী, ঢাকা); বানান শিক্ষামূলক ছড়া-কবিতার বই ‘যুক্তাক্ষরের ছড়াছড়ি’ (মিতাক্ষরা, চট্টগ্রাম), ইংরেজি সাহিত্যের ধ্রুপদী নভলেট, জোসেফ কনরাডের ‘হার্ট অব ডার্কনেস’-এর বাংলা ভাষান্তর ‘অন্ধকারের অন্তঃস্থলে’ (পরমানন্দ প্রকাশনী, ঢাকা), উর্দু ছোটগল্পের বাংলা ভাষান্তরের সঙ্কলন ‘উর্দুওয়ালি’ (খড়িমাটি, চট্টগ্রাম), এবং বাংলা ভাষান্তরিত জাপানি শত কবির শত কবিতা ‘হ্যাকুনিন ইস্শু’ (খড়িমাটি, চট্টগ্রাম)। আরো কয়েকটি বই বর্তমানে যন্ত্রস্থ আছে।
পেশায় সাংবাদিক এই কবি গত প্রায় সাড়ে তিন দশক ধরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন দৈনিক ও টিভি চ্যানেলে কাজ করার পর বর্তমানে ফ্রি-ল্যান্সার হিসেবে ঢাকায় কর্মরত।



অতিসম্প্রতি লেখা তার এই কবিতাটির পাঠ প্রতিক্রিয়া জানতে চাই।


কবি শুধুই কবি হবে
- জ্যোতির্ময় নন্দী


কবি শুধুই কবি হবে
থাকবে না অন্য কোনো পেশা
প্রকৃত কবি হবে ভবে
প্রকৃতি আর প্রাকৃতজন ঘেঁষা


কবিতাতে আনে ভেজাল
অন্য কর্ম, অন্য কোনো বৃত্তি
শব্দে হয় দূষণ, ছন্দে প্যাঁচাল
ভাবের অভাব দুয়ারে হাজির নিত্যি


বিষয়কাজের লোহালক্কর গদ্য
চাপা দেয় ক্রমে কোমল কাব্যচারা
কবিতা বাঁচাতে ঢালে পদ্যের মদ্য
খাবি খেয়ে মরে কবিতারা গোবেচারা


বিষয়চিন্তা কবি অধর্ম জানে
বিষয়ের বিষে হৃদয়কে কলুষিত
করতে নারাজ কবি হয় মহাযানে
বিষয়াতীত বিষয়ে উপনীত


অর্থের মুখে পদাঘাত
করে চলে কবি পরমার্থের খোঁজে  
কবির অর্থে কেবল আলোকপাত  
কেজো মানুষ অন্য অর্থ বোঝায় এবং বোঝে


কবি যত হবে ভবঘুরে বাউণ্ডুলে
কবিতা ততই নামবে মাটির এবং মনের কিনারে
ভিন্ন বৃত্তি কবিতাকে দেয় তুলে
গণমানুষের বোধের বাইরে গজদন্তের মিনারে


যতই যুক্তি দেখাও
সপক্ষে গড়ো জটিলতর দর্শন
অন্য পেশাই কবিতার মূল শত্রু
পেশাজীবী কবি মানে কবিতাকে ধর্ষণ


রাত ০৮:১২
০৭.১০.২০২৩
ঢাকা


..........................................


ছবি: ‘আমার চিরবসন্ত’; শিল্পী: ক্লোয়ি রাসেল, যুক্তরাষ্ট্র