★ দারুন!  কবিতা


- ধন্যবাদ/ কৃতজ্ঞতা / শুভেচ্ছা জানাই
কী করে বলি মশাই
এসব আবার কবিতা হয় নাকি,
লিখছি দিস্তা দিস্তা কীসব যা তা


বলতে পারেন - আমি যা লিখি কোবেতা / কবিতু
              এসব কেউ পড়ে না। আসলে পড়ার প্রয়োজনই বা কী?
যেগুলো কবিতা আর কাব্য হচ্ছে সেগুলো মানুষ ঠিকই পড়ে!
.......... দিনরাত লেগে থেকে লিখে আর পড়ে ........  এবং হুমড়ি খেয়ে পড়ে!!
_________________


★ অসাধারন! কবিত্ব!!


- কোথায় কেমন সেই ঘনত্ব?
     ভুগছি ন্যূনত্ব বোধে।
সাধারণ সহজ বানান করছি ভুল,
বিনয়ের কি প্রয়োজন? অবিনয়ী অভিনয়ে বাড়ছে তো খ্যাতি
নামের আগে 'কবি' পরেও 'কবি' উপাধি আর পদবী 'কবি'!!
তবুও যাহারা যাহারা 'কবি'  তাহারা নিশ্চয় সন্তুষ্টচিত্ত।
_____________________


★  মন্তব্য যোগ করুণ!


( অপূর্ব বোধনের! কাব্য / শুভেচ্ছা আলোকিত আগামীর/ চমৎকার কবি বন্ধু/ দারুন!/ অসাধারন!/  মজার কাব্য!/  আরো কত গুরুত্ববহ? মন্তব্য)


কবিতার সাথে সম্পর্কিত নয় তো কী হয়েছে?
        চর্চা তো চলছে, উৎসাহিত করা এসব কম কি?
লেখালেখির নীচে কবিতার শ্রেণি প্রদর্শিত ( জীবনমুখী, রূপক, প্রকৃতি, প্রেম..)
        অতো পড়ে কি হবে?
        'কবি' আমি কবিতা লিখি,
        মন্তব্য ভিক্ষা আদানপ্রদান করি, পাতায় আমন্ত্রন! নিমন্ত্রন! করি
                সময় কোথায় ...... একবার চোখ বুলিয়ে নিলেই পাঠচক্র সম্পন্ন।


        কপি > পেস্ট  সহজ সরলীকরণ।
কত মন্তব্য লাগবে, নিজস্ব আর্কাইভে জমা
        মন্তব্য যোগের এইতো হাল! বেশ রমরমা
প্রচলিত বিনিময়প্রথার মন্তব্য যোগ করার জন্যে
                        - আমাকে তাহলে হতেই হবে হন্যে?


অযুত নিযুত 'কবি তার'! লক্ষ কোটি মন্তব্য। আত্মতৃপ্তির ছড়াছড়ি
     আহা! বাহ! বাহা! কত মন্তব্যের ফুলঝুরি....


পুনশ্চ : তাহলে কি জনৈক কবির মতো বলবো
- আমি তো ইচ্ছে করেই বানান ভুল করে লেখা প্রকাশ করি।