--- == ♦♦ == ---


'ক' তে কলাবতী; কবি কাক কাব্য
'খ' মানে খুদকুঁড়া খেতখোলা খাইখাই!
'গ' তে গরু গুতোগুতি ঘৃত পাই গব্য
- ছাগলের হালচাষ পণ্ডিতের মানা!
'ঘ' তে ঘাস, বাঁশগাছ বলি বেহুদাই,
তালেগোলে যতিহীন চলি তালকানা |


'ঘ' তে ঘেউ ঘিনঘিন 'ক' তে কাল কেউ
সারমেয় ঘেউঘেউ,মানুষের কাম নয়!
চারপাশে উৎত্রাসে সত্রাসী ঢেউ,
রক্ত বীজের দোষে -
কোথাও কেউ কেউ রিপুদল পোষে!
অনুমেয় কেউকেটা ফানুশের নাম হয় |


'হ' তে হুক্কাহুয়া নিশুতি বাতাসে ভাসে
বসতির ঘন ঝোপে খাটাশের দাম হয়!
হায়েনারা দল বাঁধে,সাথী জোটে ফেউ
- কিছুই পায়না শেষে!
মুরগি খোঁয়াড় খালি গোঁয়ার উল্লাসে -
দোসতির মনঃতাপে হুতাশের ঝড় বয় |


'স' তে সব হলে 'ক' তে কেন কিছু নয়!
'প' শুধু পুরীষ নয়; প্রসন্ন প্রকাশ
'শ' তে শালীনতা, শেখার বিষয়!
'অ' তে অনেককিছু এখনো হয়নি লেখা
অসীম জানার বাকি সমুদ্র আকাশ -
শেষ বলে কিছু নেই সবিশেষ শেখা ||


© আগুন নদী
® ২০২০ ইং