♦♦


কথা'র জন্ম কোথায়;কখন যে কবে!
কোন কথা দিয়ে শুরু
কেমন গলা'য়!
প্রথম বলেছে কে; কার সাথে ভবে
কতোটুকু জমা আছে
জীবাশ্ম তলায় |


যতো কথা বলা হলো;
শুরু হতে আজ,
কতো রূপ বদলেছে আদি হতে অন্তে!
ভাষার গঠন পঠন,
আছিলো বিরাজ!
স্বরে নাকি শব্দে,মন চায় জানতে |


কী যে কথা হয়েছিলো
সে কাহার সনে,
ঘটা করে বলা নাকি, হঠাৎ অজান্তে!
এই সেই কতো কথা
ভেসে আসে মনে,
কঠিন কোমল স্বরে সঠিক না ভ্রান্তে |


কথা বলা শিখে নিতে;
কৌশল জানতে,
লিখে নেয়া শুরু হতে কতো দেরি হলো!
নিয়ম কানুন ধারা;
কীভাবে মানতে!
এইসব ঠিক ঠিক কেই-বা জানে বলো |


কথাগুলি মরে যায়;
নাকি বেঁচে থাকে!
মেপে দেখা যেতো যদি কত পরিমান,
অমরতা পেতো হায়
কলমের আঁকে,
কথা'র সূচনা ঘেঁটে মেলেনি সন্ধান |


মেপে মেপে কথা বলা;
সময়ের দাবী
কতো কথা কথকতা এইসব ভুলে;
কথা হোক দরকারি,
মুখে তালাচাবি!
বাকি কথা লিখা থাক মন প্রাণ খুলে |


০৫-০৫- ২০০১
   ===©===
@Aghun nodhy