♥ ......


সান্ধ্য জোছনা দেখেই গাঁইগুঁই শুরু
- তখনো অপূর্ণ সুন্দরী পূর্ণ চাঁদ!
কামার্ত খেঁকশিয়ালের হাঁকডাক বাড়ে,
ওরা শুধু আঁধারের তলে নিশুতিপ্রণয় চায়
- সুযোগের অপেক্ষায় লেজ নাড়ে,
   দিনঘুম শেষে ঘিন রাত জাগা!
লাল কুত্তারা নিশ্চয়ই তাদেরই ভাই,
দলবেঁধে ছোটে নাভিশ্বাস জোট!
আড়ালে কুঁইকুঁই করে ছালহীন বাঘা
- নাটগুরুর চোখ পালিয়ে বাঁচা দায় |


কৌমার্ত পোষাপাখি কাঁপে অসহায়
- পলাতকা বনবাসী গৃহস্থ খোঁয়াড়ে!
নিরাপত্তা চাদরেও মেলে নষ্ট আদর,
গন্ধশোঁকা কুত্তারবাচ্চাদের দোষ কোথায়
- যত্রতত্র চলমান মূত্রত্যাগ অভ্যাস,
জিহ্বায় ঝুলিয়ে রাখে নাড়ীগন্ধী নাক!
ঠোঁটে ঠোঁটে ঠাসা জঠরবাস,
মা'য়ের গায়ের গন্ধ সে-ও ভুলে যায়!
লালায় ঝরতে থাকে ক্ষুন্নিবারণ অবাধ
- বেহায়া হৃদয় পোষে বিনষ্ট নেশায় |


এক আকাশের তলে সহস্র অসুর
- নখরে দংশনে অনুচিত ছোবল হানে!
নিষিদ্ধ যাপনে যারা বেকসুর নয়,
ওদের রক্তে সেই জন্ম থেকেই খাইখাই
- পথের বিভীষিকায় বিষাক্ত প্রেতযোনি,
বেহুঁশ ঘুরতে দেখি প্রেমার্ত কাঙাল!  
   লৌকিক প্রেম প্রেম চীৎকারে কেউ,  
   বিরহ বিরহ বলে নিখোঁজ জীবনী!
উদাস বিগ্রহ দলে নিগ্রহ অনুচর
- বেজন্মা জনমের পলে বীভৎস ছাই ||


____________________
-<>© --=|| আগুন নদী ||=-- ©<>-
...............................................