📌 ....


খুউব ছোট্ট একটা সরল গল্প;
স্বল্পবাক্য অল্পকথা লিখে যেতে চাই,
    রেখে যাবো অকাট্য শব্দকনক
    কল্পের অধিক সত্য বর্ণফলক!
কালের মুগ্ধ পাঠে নিয়োজিত রবে
- বসন্ত বিভোর সুখী বিমুগ্ধ পাঠক |
আকালের উঠোনের কোণে;
ঠোঁটে ঠোঁটে ফোটাবোই হৃদয়ের ফুল,
বিরহীর স্বর ফেটে প্রেমের কোরাস!
গল্পের শুরু রবে শেষ হবে না;
আশাবাদী মাঠে হবে সুরের আবাদ,
অমলিন বেঁচে থাকা মসলিন পথে
- আপামর ভালোবাসা পাবে একঠাঁই ||

সাধারণ সে গল্পে সাগরের টান;
সূচনায় খচিত হবে উদার আকাশ,
বহমান স্রোতে ভেসে বিপরীত!  
জীবন মিশে যাবে জীবনের সাথে,
সহজ পবনের মতো প্রবাহিত প্রাণ
- গড়ে দেবো জলবৎ মীমাংসার ভিত |
তরল দুঃখের ফোঁটা;
গরল বেদনার ঘাত বিষণ্ণ বদন,
মুছে দেবো চিরতরে ভিখারি রোদন!
মরমের মূলে মূলে;
শোকহীন ব্যথাহীন সুবর্ণ কোলে,
এনে দেবো সৌখিন সুখ হীরক সুদিন
- দূরীভূত দুরাচার পরাভূত হাহাকার ||


শুধু মনে রেখো ওহে দুর্বার;
অশান্তি ভুলে যাওয়া সুশান্ত ধারক,
অনাগত দিবসের প্রশান্ত দিলদার!
নির্মম আঁধারের দুয়ারে দাঁড়িয়ে,
আগুনের মতো ফাগুন পুড়িয়ে
- মাড়িয়েছি মোহের বৈকল্যধাম |
দীর্ঘ বিকেলের দুর্গম ছেনে;
কলম কালির শক্ত সংগ্রামে,
বিনিময়ে দিয়ে গেছি শক্তি উপহার!
শ্বেত সাধনার রক্তঋণের দামে;
হাজারটা সকালের চিবুক ছুঁয়ে,
মজ্জারসের গ্লানিতেই কিনেছি আশা
- সরস শান্তির শোভিত উপসংহার ||


-<>|||© আগুন নদী © ২০২৪|||<>-