♣ ....


কীভাবে যে বেঁচে থাকে ওরা ...
ভুবনী চাতালে বসে খুঁটে খায় বোধ,
অনায়াসে মিলে মিশে যায়
ভুবনের আলোজলে বাতাসেও রোদে!
   বসতি জঙ্গলে জমিনের কোণে,
   এখানে ওখানে সবখানে যারা!
সনদের ধ্বজাধারী মনুষ্য নির্বোধ
- অনাচারে কী যে খুশি পায়,
সুখের সদন কাড়ে হীন প্রতিশোধে!
চেতনার ঘর ছেড়ে ঘোর নির্জনে
- আঁধারিয়া তিয়াসার নিরাশা ছড়ায় |


কীসের আরাধ্য মনগড়া ....
সাধনার চৌকাঠে যে আবলুস কাঠ,
কুরে কুরে ঝুরঝুরে হায়
গোপনীয় ঘুণপোকা ক্ষুরধার কাটে!
   নিশ্চিত নিশ্চয় নরকের কীড়া,
   জীবন্ত ডুবন্ত প্রাণচক্ষু ছাড়া!
কখনো হয়নি যাদের মানসিক পাঠ
- মানবিক গুণ হীন সায়,
সময়ের সুধাপায়ী বিষমাখা ঠোঁটে!
পড়ন্ত ভ্রান্তির জগতের পীড়া
- বাধাহীন পরাধীনে দুরাশা বাড়ায় ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..|||