✒️........


আমাদের মৌনতার চারপাশ;  
ঘন কুয়াশার শোভাযাত্রা!
সূর্য নিভে যাবার শব্দ খসে পড়ে,
জোছনার স্রোত থেমে যায়!
বৃষ্টির মিছিল হতে পালিয়ে বেড়াই |
কলঙ্কিত পিপাসার ঠোঁটে,
বিষাক্ত চুম্বনের ছাপ!
হতচ্ছাড়া বিসর্গের আভাসে,
বৃত্ত ভ্রমণের পরিধি মাপি
- চন্দ্রাহত পরিসীমায় ||


এ কেমন গৌণতার বসবাস,
অবহেলার গায়ে হেলান দিয়ে
বেড়ে ওঠে তৃষ্ণার্ত পাপ!
শুয়ে-বসে ঘাড়েগর্দানে,  
অশান্ত হয়ে ওঠে যৌগিক নিশ্বাস |
অপঘাতে মৌলিক শান্তি,
শ্বেতকপোতের নামে শকুন উড়াই!
বিতৃষ্ণ বিতর্ক ভেবে;
এড়িয়ে সতৃষ্ণ নয়ন
- খেলাঘর ভাসে নিরাশায় ||


আমাদের কমজোরি অবভাস;
গানিতিক বেদনার রঙে,
দুর্বোধ্য ক্যানভাসে আঁকি
জ্যামিতিক বিষাদের অবোধ্য চিহ্ন!
নিস্ফলা সন্তাপে সুফলা পোড়াই |
পুড়ে পুড়ে ছাই হয়ে উড়ে;
বন্ধ চোখে মিশে অন্ধকার হাত!
সরল রেখার শেষে;
সহজ যে বিন্দু থাকে
- ভুলে যাই গরল হতাশায় ||


🖊️@ আগুন নদী ©
.... আশ্বিন ১৪২৯ ....


.