★★
এই আলোচনা,
মনোযোগী পাঠকের নিকট উন্মুক্ত মতামত প্রত্যাশী, কাদা ছোড়াছুড়ি নয়! বাস্তবতার নিরিখে উপযোগী এবং সোৎসাহ মন্তব্য প্রদান করে নিজের স্বকীয়তার পরিচয় তুলে ধরুন।



'বাংলা কবিতা ডট কম এর প্রোফাইলে অনেকেই নিজের নাম পরিচয় গোপন রেখে নকল নাম পরিচয় ব্যবহার করেছে! তাদের উদ্দেশ্যেই এই কবিতা! প্রত্যেককে তার সঠিক পরিচয়, নাম ঠিকানা দেওয়ার আহবান! সময় উপযোগী লেখা! দুর্দান্ত উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো শ্রদ্ধেয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।' ★
- কবিতার আসরে প্রকাশিত একটি কবিতার মন্তব্য।



আলোকপাত নয়, ব্যক্তিগত অভিমত
আমি / আমরা কবি।
আমাদের স্বকীয়তা
শুধুমাত্রই কবিতা।

নকল নাম পরিচয় বলা একদম যুক্তিযুক্ত নয়।
কেউ কেউ আড়াল থেকে নিজেকে কিংবা নিজের লেখা প্রকাশ করার অসুবিধা কোথায়?


কবিতার এই সুনামধন্য আসর এক স্বাধীন প্লাটফর্ম বলে মনে করি।
মুক্ত মঞ্চের মতো, কবিতার কথা প্রকাশের এক অনন্য উঠোন।
মানসম্পন্ন / মানসম্মত / মানহীন / এই প্রশ্নের অবতারণা ছাড়াই এখানে এক বিশাল কবিতাসমুদ্রের জোয়ার।
একাকার হয়ে যায় প্রয়াসের তরঙ্গায়িত  প্রকাশ।  
হাজার হাজার কবিতার ঢেউ আছড়ে পড়ার জন্যই এতো সুন্দর একটা উন্মুক্ত সাইট তৈরি করেছেন এক মেধাবী কবি...।


দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছি -
প্রোফাইল ছবি নিয়ে অহেতুক আহবান!অনেকের মনঃকষ্টের কারণ হতে পারে।
দীর্ঘদিন এই আসরে সম্পৃক্ত থাকার সুবাদে, আন্তঃযোগাযোগের বাহিরে
এমন অনেকের সাথে ব্যক্তিগত পর্যায়ে চেনাজানা, যাঁরা এখানে লিখেন, পড়েন, এমনকি আসরের নিশ্চিত শুভাকাঙ্ক্ষী।


এই বিষয়ে ব্যক্তিগত এবং সমষ্টিগত আলোচনা থেকে, আমার অভিমত -

নানারকম অন্তরায় থাকতে পারে
ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বাহিরে অন্যান্য অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে...
যা, কোনোমতেই সর্বসাধারণের সম্মুখে প্রকাশ করা সমীচীন নয়।


তাছাড়া এখানে কোনো বিশ্বকবি কিংবা জাতীয় কবি এসে কবিতা লিখেন না!
তবে, এখান থেকেই হয়তো কোনো কোনো কবি, সমুজ্জ্বল কবি হবেন।
একজন কবিতাপ্রেমী হিসেবে এ আমার দৃঢ় আশাবাদ।


নাম ঠিকানা,ছবি, কর্ম এসব প্রকাশ না করে কেউ লিখলে কার কী অসুবিধা?
যেকোনো প্রেক্ষাপটে যেকোনো পরিবেশে কবি কিংবা কবিতার জন্ম হোক না কেন -
কবিতা যদি কিছু হয়েই থাকে
সেতো কালের সাক্ষী হয়ে ওঠে,
সময় এবং প্রজন্মের কাছে জমা থাকবে কবিতার অমর বাণী এবং কথা,
কবির ছবি এবং কর্ম সেখানে এক গৌণ বিষয় মাত্র...!
জন্ম নয়! পরিচিতি নয়!
বিকশিত হবে কবির নাম, যশ, কর্ম এবং কৃতি।
(বিশ্বজুড়ে এটাই কি কবি ও কবিতার চিত্র নয়?)


ছবি আর কর্মকথা ঝুলিয়ে কিছু অর্জন সম্পর্কে নিশ্চয়তার বদলে
সন্দেহের অবকাশ থাকে... আত্মপ্রচারের আশঙ্কা থাকে। বিশেষ করে এই উন্মুক্ত পথে আরো অনেক অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হওয়া অসম্ভব কিছু নয়!

সুস্পষ্ট নীতিমালার বাহিরে গিয়ে, অহেতুক চর্চার পক্ষে -
কোনো কিছুতেই কেউ বাধ্য নয়..
- কবিতাসাধক মোটেও বাধ্য নয়।


সাইটের নিয়ম পরিপন্থী হলে কতৃপক্ষ তাকে/ তাদেরকে নিষিদ্ধ করুক।
সুনির্দিষ্ট নীতিমালা করা হোক।
★★
আমি আশা করবো মূল কতৃপক্ষ এই বিষয়ে খোলাখুলি নির্দেশনা দিবেন।  


এইরকম আহবান নিশ্চিত করার জন্য কাউকে নিযুক্ত করা হয়েছে কিনা, কিংবা মূল কতৃপক্ষের নির্দেশেই করা হয়েছে কিনা!

প্রোফাইল ছবি, জন্ম, কর্ম, সত্য মিথ্যা নির্ধারণের জন্য এই সাইটে নতুন করে নীতিনির্ধারক পর্যায়ের কোন পদবী তৈরি হয়েছে কিনা!


এইসব, নিতান্তই অহেতুক চর্চা বলে মনে করি।
শুদ্ধতা এবং সততার মাপকাঠি কোথায়, বেশ আপেক্ষিক এই বিষয়ের কোনো বিতর্ক অন্ততপক্ষে কবিতার আসরে থাকা উচিত এবং উত্তম নয় বলে মনে করি।
শুদ্ধচিত্ত হলেই তবে শুদ্ধচর্চা বাড়বে,
শুদ্ধস্বর বড়ো বেশি প্রয়োজন।
কবিতার এই বিশাল আয়োজনে-
এইসব ঠুনকো বিষয়ের কোনো প্রয়োজন নেই বলেও  মনে করি...


না-হয় অচিরেই -
ছবিওয়ালা কবিয়াল
বনাম
ছবি বিহীন নকলকবি
এইরকম আলাদা দলে দলে ভাগ হয়ে  প্রাণময় এই আসরের জৌলুস অনেকাংশে কমে যাবে বলে আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি।
কবিতার অগ্রগতি হোক....


.......
পুনশ্চঃ
কাউকে ব্যক্তিগত আক্রমণ কিংবা ঘায়েল করার জন্য এই আলোচনার অবতারণা করা হয়নি।
শুধুমাত্র, সৃজনশীল শিল্পমাধ্যমের উৎকর্ষ সাধনের নিমিত্তে লিখিত এবং প্রকাশিত।