✒️.........


অতঃপর হৃদয় কেটে বানিয়েছি হ্রদ!
একশো এক রমণীর ছায়া;
ঝুঁকে থাকে ওরা শুধু আমার বুকের দিকে,
স্বচ্ছ জলের দামে বিকিকিনি মায়া!
মুখর আন্দোলনে;
যে কিশোরী ডুবে ছিলো -
সকাল বিকাল,
হাজার প্রশ্নবাণে হয়ে গেছি মূক!
জটিল জ্বালামুখে টলটলে লাভা;
নীরব আপদ ভেবে,
আমাকে তলিয়ে দিয়ে -
সে-ও কী ডুবে গেছে!
আমার নাভিমূলে আজ শতদল হাসি
শুভ্র ঝিনুকমেলা রূপসী শামুক |


আবার সাধনাবলে হৃদয় ধারণ হলে
বয়সী বটের মতো আয়েসি হবো!
মাথা ঠুকে পায়ের কাছে গম্ভীরা প্রহর,
বেহায়া হৃদয় খুলে;
লম্পট শাখার তলে -
বসাবো চম্পক মেলা!
ডানাকাটা পরীদের উর্বশী মিছিলে
ভারি ভারি নারীদের ভিড়ে!
কাকে রেখে কাকে পাবো;
ছোঁয়াছুঁয়ি করবো না -
কানামাছি খেলে!
নব্য স্বরূপ অরূপ জানিলে;
নামটি তখন ভুলে যেও বিরূপ,
প্রেমিক হৃদয় হয় না কখনো কামুক |


✒️..... © @ আগুন নদী