হরবোলা পাখি এক
সুরেলা ছিলো!
কোকিলের বাসা ভেবে
ঘর বাঁধিলো
সেথায় কাকের ঘর,কর্কশ স্বর!
জাত কুল মান গেলো
- ছিন্ন বিবেক।


উড়ে যেতে বহুদূর;
আহত ডানাটি মেলে,
অজানায় ঝাঁপ দিলো -
পাহাড় নদী ছেড়ে আকাশের পর!
পালাতে পারেনি ছলে;
ছিঁড়ে খেলো দলে দলে,
- শকুনি শঙ্খচিলে।


...... © নিকাব্য (৬)