📌 .......


অবাধ চরণ ফেলে হুল্লোড়ে সুখ;
অবাধ্য মরণ পথে প্রাণপণ লড়ে,
লোভের সিঁড়ি বেয়ে বিকৃত বিক্ষোভ!
কিছুই তো দিচ্ছি না ধরণীতে গড়ে,
অসাধ্য সাধন চেয়ে এই হামাগুড়ি!
জরুরি কিছুই নয় জীবনের ভোগ
- উতলা আবেগী গলায় ঝুলন্ত অসুখ |


কান্না শোধন হোক জীবনের ঘাটে;
অবোধ্য রোদন ছেড়ে শীতল চোখে,
অতল সাগর মিতা দৃষ্টির গহীন  
বরফ জমাট বাঁধুক অপ্রাপ্তির শোক!
আকাশেরে ঠাঁই দিয়ে ব্যপ্তির বুকে,
সুষমা সুবোধ হাসি ছোটখাটো সুখ
- মাধুরি জড়িয়ে থাক শৈল্পিক ঠোঁটে |


চলো পুড়ে ফেলি অশুদ্ধ আক্রোশ;
শোধের অভিধানে শুধরিয়ে ভুল,
বোধের কাঁচি আরো ক্ষুরধার করি!
কেটে দিই অনাবশ্য মগ্নতার সুতো,
ছেটে শব জটাধারী অহমের চুল!
'আরো চাই' অভিলাষ করো দেখি খুন
- মরে যাক কানকাটা স্বভাবের দোষ |


অশান্তি অনলে ঢালি শান্তির জল;
প্রশান্তির চুমে হবে ঘুম ভালো,
অবশ্য উড়ে যাবে পোষ্য স্বয়ংবোধ!
হৃদয় বাঁচিয়ে চলো সহৃদয় মরি,
ধুর ধুর তাড়িয়ে দিয়ে অসুর আলো!
বায়বীয় বাসনার লালরঙা প্রত্যুষে
- এনে দিতে মানবীয় প্রেষণার বল ||


--==<<> আগুন নদী <>>==--