♠......


তবে জেনে রাখো নিশ্চিত....
যুগের সৈনিক জাগ্রত ছিলাম রোজ!
পেরিয়ে দৈনিক যুদ্ধ পৃথিবী,  
জিইয়ে রেখেছি কালের শান্ত সকাল!  
অনেক সাধনায় অবিচল থেকে
- উপহার দিয়েছি স্বর্ণালী মহাকাল |


নাট্য নির্মম শবের গণহত্যা মঞ্চে....
ক্রুদ্ধ থাবার শ্বাপদ আঁচড় কেটে,
যুদ্ধরত ছিলে যারা মানবতা হন্তারক!
নিয়োজিত লুটেরার নিয়ত লুণ্ঠন,
কেড়েছ সুন্দর বাহারি সুখের বুক
- আয়োজিত পথের নিপাট অবগুণ্ঠন |


শঙ্কিত হয়ে তলিয়ে যাইনি ঘুমে....
লজ্জিত হয়েছি সজ্জিত মজ্জা দেখে!
উদাসীন হইনি আসীন নিবন্ধে,    
অঙ্কিত আঁকে নিহিত করেছি শপথ!
রত্ন আলেখ্য লিখেছি যত্ন প্রবন্ধে
- শীতল কণ্ঠে গেয়েছি চির প্রকম্পন |


বিতথ স্বরের বিষাদ চুম্বন ছেড়ে....
তোমাদের জন্য রেখে গেছি ধন্য সুর!
প্রণেতা এবং প্রণীত প্রণয়ের দামী,
গীতল ভক্তির উদারতা প্রেমের গান!
সত্যকামের নিত্য সরল ভূমে
- কুণ্ঠাবিহীন ছিলাম দীপ্ত মুক্তিকামী |


শব্দিত চোখে নিশঙ্ক তাকিয়ে আছি....  
অখণ্ড শান্তির আলোকপথের দিকে!
জাগ্রত ক্ষণের শাহনামা সূচী দ্যাখো,
সেখানে যে বিমুগ্ধ ছায়ার সারি!
সবুজ শ্যামল কোমল মাটির কাছে
- তেমনি অমল শুয়ে থাকা আমি ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||