📌 .......


... অথচ কী নিপুণ দৌরাত্ম্যে বাঁচি;
আত্মমগ্ন মগজ বেচাকেনা করি রোজ,
    সৌন্দর্যের ফুসফুস ছিঁড়ে ফেলি
    হৃদয়ের লেনাদেনা ছুঁড়ে দিয়ে,
পায়ে দলে চলে যাই নৈশব্দ সরোজ!
খুচরো ইনাম পেলে গৃহবন্দি ক্রীতদাস,
কদর্যের হাত ধরে রণপা তুলেই নাচি
- দুরভিসন্ধি গাঢ় করা কপট সেয়ানা |


অক্লান্ত লাম্পট্যের প্ররোচনা সখ্যতায়;  
পোশাকি লেবাসে মাখি নিরন্ন সুবাস,
    বাঘবন্দির ঘরে উলঙ্গরাজ অধ্যায়
     টেনে খুলি নিরেট সন্ধির কাঁচুলি!
দুর্গন্ধের দোনোমনা ছুঁয়ে নিয়ে,
পৈত্রিক সম্পত্তি ভাবি সাজসুগন্ধি ধরণী!
নামমাত্র অন্তর্বাসে ঘামগন্ধ যে জীবনী
- শুধুমাত্র আনাগোনা মিথ্যা প্রণোদনা!


নির্লজ্জ লালিমার আঁচলে জড়ায়ে;
নির্বোধ খেলার ছলে নিজ অভিশংসন,
     স্বান্তনার বংশী বাজাই অন্তমিলে
     যন্ত্রণার মন্ত্রণায় লেখচিত্র আঁকি!
বশীভূত আবেগের দুর্ভেদ্য রোগে,
বিচ্ছেদের ব্যবচ্ছেদে কাগুজে দংশন!
যুগপৎ ছন্দের নেকাব পরে বসে থাকি
- রাশি রাশি ভুলের কৃষ্ণকুমারী অক্ষর |


এলেবেলে গল্পের ছায়াসঙ্গী কোলে;
চেপে বসাই মানদণ্ডহীন বিম্বশাবক,
     নিগূঢ় তত্ত্বের লেজ কাটা পর্বে
     প্রগাঢ় সত্যের বেইমানি ছড়ায়ে!
জগতের বোঝা হই তল্পিসাধক,
কুম্ভকর্ণ ভ্রণ জমাই গোঁজামিল গর্ভে!
বিবর্ণ শ্লোকেরছটা কল্পনা সম্ভোগে
- নিছক বাঁচন পূজা নিরর্থক সাক্ষর ||


--==<<> আগুন নদী <>>==--