♠♠


কমল দীঘির ঘাটে;
সমল সিঁড়ি বেঁয়ে নীচে নেমে যাই,
বিমল চাঁদের ছায়া ডুবেছে কোথায়?
জোছনা গলে গলে নিটোল জলে;
প্রাগের কল্লোলে যে দুধসাদা নুড়ি,
একটুও পড়েনি হেথায়
- অমল রূপের হাটে!
জমাট বেঁধেছে সব কোন অতলে |


কৌটো বন্দী ভ্রমরের খোঁজে;
তন্নতন্ন করি পঙ্ক ও ফসিলের বুক,
ঝাপসা ছবির মতো প্রণয় নিগড়!
একেএকে ধাপ দেখে ফেলি-
কপিলার স্নানঘর; মিথিলার মুখ,
শায়িত পাপীর পিঠে আধশোয়া সাধু,
চৌকাঠে বিঁধে থাকা মসলিন পাড়,
- মীন নয়নার দীন জলকেলি |


ভেসে উঠতেই;গতজনমের কূল,
ইন্দ্রিয়ের রোশনাই, নমস্য!
চেরাগদানি হাতে নিয়ে ফিরলেও;
আধপোড়া সলতে আর জ্বলেই না
- জামদানীর ছাই সে-ও ভস্ম!
নিশ্চিহ্ন হতে দেখি অষ্টাঙ্গ সৌষ্ঠব;
অবিকৃত গলায় বিকৃত কবচ পরে
নিশ্চিন্ত সম্বল সেই পঙ্খীরাজ ডানা ||


✒️@ আগুন নদী ©
.. কার্তিক, ১৪২৯..