রাত নিঝুম,বাড়ে গভীরতা;
প্রগাঢ় হয় নীরবতা।
গাঢ় হয় দুঃখের তলানি জমে,
ক্রমশ হারাই পথ,পর্যায়ক্রমে।


হেটে যাই রাতভর,
কেটে যায় ঘুমঘোর।
স্বপ্নে পরিব্রাজন নানা দেশ,শহর।
এভাবে অন্তহীন কাটছে প্রহর।


স্বপ্নমাখা এ ঘোর অমানিশা,
হারাই কূল হারিয়ে দিশা।
ওপারে সুখের দারুচিনি দ্বীপ,
সাথে ভাঙ্গা তরী,নিভু নিভু প্রদীপ।


চিন্তা চেতনা অস্থির,অপূর্ণতা;
নদীর মতো হৃদয় ও বহতা।
নিজের সঙ্গে নিজের আত্মকথা,
কতদিন কাটবে লিখে জীর্ণ কবিতা।


ভাবনা এখন অকূলপাথার,
হয়েছে থিতু, শক্ত পাথর।
অনড়, অটল,অহেতুক পাহাড়;
মন্দ কি! কাটছে বেশ,বিষন্ন প্রহর।