বন্ধু কিছু টাকা চাই ভীষণ দরকার
সামনের সপ্তাহ শোধ দিয়ে দিব ধার,
হাসপাতালে স্ত্রী রক্ত লাগবে তার
অনাহারে সন্তান এবং চিকিৎসা মা'র।
তারপর অদৃশ্য বহুদিন স্মৃতি ও বিগত
অভাব ছাড়েনা পিছু সমস্যা কতশত,
যে পথ হেটে ক্ষয় হতো জীর্ণ চটিজুতা
সে পথ মাড়ায় না ভীরু পলাতক দুই পা,
এভাবে সপ্তাহ মাস বছর ও পেরোয়
বকেয়া পড়ে থাকে খেরোখাতা গেরোয়।


ডকুমেন্ট,ভিসা,ফাইল নথি সমান কায়দায়
সহকারী,বেপারি,দালাল চক্র সব এক ঠায়;
ঠকবাজি প্রতারণা মিথ্যাচার পুঁজি
চিহ্নিত নষ্টের মূল এরা বদমাশ পাঁজি,
ভাবে নিজেই বড় স্যার,বোকা সব রাজী;
অস্তিত্বহীন তবু ও লোকদেখানো কাজী!
সবকিছু পারে মুখে,চোখে ঠোঁটে হাসি
কোনদিন হয়নি যা,তাই হবে রাশিরাশি!
এইতো,অল্পেই হবে,দুর ও দেরি নয় বেশি;
তারপর আজ ষষ্টি কাল ছুটি পরশু বন্ধ
আপনার টাকায় চলে তার নাচ গান ছন্দ!
প্রতীক্ষায় আশ্বাস মরে বিশ্বাস রয়না অন্ধ,
সর্বশেষ সান্ত্বনা,আপনার কপাল বেশ মন্দ।