জলের নীচে নেমেছিলাম খুঁজতে অতল
রাক্ষুসে হা! হাঙ্গর কোরাল করেনি কতল,
আকাশ পাণে দৃষ্টি দিয়ে উদারতায় মগ্ন
আড়ষ্টতা দৈন্যদশা নিজেই দেখি নগ্ন!
সুদূরিকা তারা দেখি হেসে কথা কয়
সুন্দরী চাঁদ কলঙ্কময় জোছনা মধুময়,
পর্বত উচ্চশিখর আমায় অনেক টানে
উচ্চতার খর্ব দম্ভ সীসা ঢালে কানে!
নদী আমায় শিখিয়ে দিল ছলাৎছলাৎ ঢেউ,
অকাতরে বিলিয়ে দেয়া পাবে কোথা কেউ?
ঝর্ণা দেখে মুগ্ধ হৃদয় স্নিগ্ধ শীতল ধারা,
বাঁধন শেকল আবদ্ধতায় আমি সর্বহারা !
গলদঘর্ম ক্লান্ত হয়ে বাতাস পরশ পেলাম,
স্বার্থান্ধ স্বার্থপর আমিই প্রমাণিত হলাম!
নিঝুম দ্বীপে কেওড়া বনে মায়ামৃগ ঝাঁক
গহীন বনে একাত্মতা পশু পাখির ডাক,
একলা আমি,ছলাকলা হিংসা ভরা সমাজ;
প্রতারণার হিংস্র ভেতর বাহির শুধু সলাজ!
সৃষ্টি ভরা স্রষ্টা গুণে অসীম কত ধন্য দান
খামখেয়ালী আমিই অন্তর জুড়ে কপট ভাণ।