স্নিগ্ধ কোমল ভোর সাথে ঝরা নিশাজল,
একজোড়া প্রজাপতি উড়ে দূর ঐ নীলাচল,
বেলা বাড়ার আগে ভানুমতী আরো রাগে
জোড়া সোহাগে শালিক জোড়া অনুরাগে।


গরমে চরম দুপুর আলোছায়া চলে লুকোচুরি
বাজপাখি একজোড়া, দৃষ্টি জোড়া ছোঁ চুরি;
সাদা বক পাড়ে একজোড়া পাতিহাঁস পুকুরে
হালের বলদ জোড়া,তৃষায় গড়ায় দুই কুকুরে!


ক্ষয়িষ্ণু বিকালের গায় উপোসী বুড়ো রোদ,
হাত ধরে হেঁটে যায় একজোড়া সু সুবোধ;
গোধূলী লাল রঙ ছুঁয়ে জোড়া দেয়া দিগন্ত
রুপসী গুণবতী জোড়া পরবাসে যায় দিনান্ত।


আকাশী হেলান ছেড়ে সন্ধ্যা ঝাঁপিয়ে নামে,
প্রাণীকুল জোড়া খুঁজে ফিরতি স্বীয় ধামে;
রজনী রমণী একজোড়া গৃহসুখ প্রতি রাতে
কামিনী সুবাস যামিনীর জোড়া অনাগত প্রভাতে।