★★★
আজ (১৯-১২-২০১৪)হঠাৎ করেই আসরের সাম্প্রতিক কবিতার তালিকায় গতকালের (১৮-১২-২০১৪) একটি কবিতা ভিন্ন রঙের ব্লক চিহ্নিত দেখতে পেলাম। প্রথমোক্ত পদ্ধতিগত সাময়িক ত্রুটি  মনে করলাম, যখন দেখতে পেলাম ঘটনাচক্র দীর্ঘতর তখন আর কিছুই বুঝতে পারলাম না।
বিশেষ ঐ কবিতাটি ইতিমধ্যে নাম শিরোনাম সংযুক্তি করা হয়েছে যা গতকাল ছিল না, আসরের নিত্যনৈমিত্তিক নিয়ম ১ জন কবির ১ টি কবিতা প্রকাশ।
তাহলে এটি কোন নিয়মানুযায়ী!
এটি কি কোন বিশেষ কবিতা!
নাকি পদ্ধতিগত জটিলতা।
যাই হোক, মোদ্দা কথা যে কোন ভাবেই হোক, গতকালের প্রকাশিত কবিতায় আজ একই আসরে নতুন করে সম্পাদনা,শব্দ সংযোজনা আসলেই সমীচীন কিনা। তাহলে গুণী কবিরা সবাই আজ যুদ্ধের কবিতা লিখে কাল যুদ্ধ শেষ হলে শহীদ গাজীদের নাম সংযুক্ত করতে থাকতেন।
মরা মুরগী জবাই করা যেমন হাস্যকর।
প্রকাশিত কোন সৃষ্টিশীল শিল্প ভিন্ন স্থানে ভিন্ন উপস্থাপন তেমনি সুন্দর নয়(ভুল সংশোধন, ক্ষমাপ্রার্থনা এসব ক্ষেত্রে সংযোজনা বিয়োজন চলে)
গঠনমূলক বক্তব্য আশা করছি গুণীজন,কবি পাঠক,সর্বজন ভাবনার পরিশীলিত মতামত কামনা করছি।