বাদ্য বাজনায় দক্ষ, যিনি বাদক বায়েন;
ঋদ্ধ শ্রোতায় পক্ষ, তিনি সাধক গায়েন;
যন্ত্র সমেত লয় তাল নিপুণতা দেয়  যন্ত্রী
মস্ত বৃহৎ করতাল অকৃপণ নাড়িয়ে যায় তন্ত্রী।


বুদ্ধিগুণে দৈত্যরাজ বধেন বিষ্ণু অবতার বামন!
শুদ্ধি মেনে সাধু সাজ বাঁধেন পুরোহিত আর বামুন।
মন্ত্রক নিহিত মন্ত্রণায় মন্ত্রসিদ্ধ হলেই পূর্ণ গণতন্ত্র,
মন্ত্র গর্হিত যন্ত্রণায় তন্ত্র বিদ্ধ বলেই ঘৃণ্য মন্ত্রতন্ত্র।


প্রিয় প্রীত প্রিয়লতা, নানা রসে থাক বিশেষণ!
লালায়িত লোলুপতা লালা পোষে হোক বিশোষণ।
মনের সুধা মিশিয়ে হোক নিঃস্বার্থ উদার উপহার,
প্রাণের ক্ষুধা বিষিয়ে থাক চিত্ত অনুদার উপাহার।


রুপের সাথে যেমন গুণ হলে চমৎকার সুন্দরী,
পানের পাতে তেমন চুন দিলে পিক তার খয়েরী!
পাপাচার অতিশয় গর্হিত, লিঙ্গভেদ পাপিষ্ঠ পাপীয়সী;
দুরাচার হীনতাময় রহিত, লক্ষ্যভেদ শ্রেষ্ঠ মহীয়সী।


মরিবে হ্যাঁ নিশ্চিত জেনো, রবে না হেন ভবে!
করিবে না প্রায়শ্চিত্ত কেন, ভাবনাহীন তবে?
ধর্ম পরিচয় নয়, অন্তর বিকশিত কর ধর্মময়।
কর্ম পরাজয় নয়, কালান্তরে প্রকাশিত কর্ম জয়।
__________©_______________________