-------------------------------
সাধু কেউ মগ্ন ধ্যানে, নিত্য জপেন ' স্রষ্টা '
জ্ঞানে গুণে, পুণ্য ও দানে, নানান স্বপ্নদ্রষ্টা;
            পূর্বে তিনি কেমন ছিলেন!
            এহেন রূপ কেমনে নিলেন!


ওলটপালট করে যদি বইয়ের পাতার মত,
অতীতকাল দেখা যেত, কোথায় দায় কত!
          আঁতকে উঠার মতই কত চিত্র,
         হয়তো তাতে রঙিন সাজ, চরিত্র!


অপরাধী আছে হরেক, শাস্ত্রমতে ভিন্ন পাপী;
ধিক্কৃত গঞ্জনার জ্বালা, পদেপদে হৃদয় তাপী!
       মানবজন্ম ছিলো সুন্দর ও নিষ্পাপ
       কোন প্রভাব প্রতাপে চিহ্নিত পাপ!


ভুলে না খেয়ালে, ঘাত প্রতিঘাত বেখেয়ালে;
দিনেদিনে জড়ায় পাপ, জীবনবোধের দেয়ালে!
           অসমর্থন, অবহেলা, অসামর্থ্যতা
         সুকুমার বৃত্তি ছেড়ে ঘনীভূত ব্যর্থতা।


কিছুকিছু সাধুচরিত্রে, পাপ পঙ্কিল অতীত রয়
কিছু পাপীর তবে, সোনালী অতীত কেন নয়!
          সুখী জন যেমনতর দুঃখ ভোলে,
       দুখী তেমন, চায় যেতে সুখের কোলে।


যুক্তি কিছু আছে কি! মুক্তি সাগর তীরে ?
পাপীতাপীই সাধু! সাধুই পাপী! ঘুরে ফিরে?
------------------------------------