দখিনা বাতায়ন রেখেছি খোলা,
মিষ্টি বাতাস, যদি দিয়ে যায় দোলা।


কিছু সত্য কিছু সুন্দর আসুক অবলীলায়,
মুহূর্ত ভগ্নাংশ হয়ে শেষ হয়ে যায়;
আনমনা সোনালী ভোর দাঁড়িয়ে দরজায়!
প্রতীক্ষার হয়না অবসান, বিব্রত অপেক্ষায়।
হৃদয় আরো বেশি কিছু, কত কি চায়!
চাই চাই বলে কাঁদে আর কাঁদায়।


ভাঙ্গনের সুর তালে, জাগ্রত ভয়
ভুল করে হোক ভালে, নিষ্কলঙ্ক জয়!
অশনিসংকেত বাজে বাজুক, কাছে ও দূরে
অবেলায় স্নিগ্ধতা ভর, খাঁ খাঁ দুপুরে
তারপর দৃষ্টিপাত, উন্মুক্ত অবাধ চাওয়া
অবশেষে হয় যদি কিছু পাওয়া।


সত্য, সুন্দর বলে কেউ যদি ডেকে যায়!
কিছু ক্ষণ মুখিয়ে থাকা, উদগ্র আশায়।
অল্পায়ু রোদ্দুর, বিকালের ছায়ায়;
নুয়ে পড়া পাতাঝরা বৃক্ষের তলায়,
একা হয়ে বসে থাকা, সন্ধ্যা আবছায়ায়
স্মৃতির ডালা খুলে, উল্টানো পাতায়!


দিন রাত গুনে গুনে অবিরত,
মিছে মায়া মরীচিকা কত হাতড়িয়ে যাই।


অভিনয় প্রহসন পটু হয়ে যাওয়া বেশ!
ক্ষোভহীন, ক্লেশহীন, অন্তহীন প্রতীক্ষায়।।