যব, ছাতু, শস্যদানা, দিতে পারো দুধকলা
আধো বোলে পেতে পারো কথা বলা,
কালসাপ পোষ, পাবে বিষ;
ফোঁসফোঁসানি অহর্নিশ।

মিছে ভেবোনা, পাখি রবে খাঁচার!
তার শুধুই সাধ, দুরন্তপনা বাঁচার
উড়বেই পাখি মেলে ডানা, মানবেনা বাধ
পালক ঝরিয়ে পুলকিত হাওয়ায় সাধ।

সর্পিল ভাবনা ভাবতেই পারো কত!
পদ্মগোখরোর মণি খোঁজা অবিরত!
কাল কেউটের বিষ ফণায় ছিটিয়ে মন্ত্রজল,
নাগ নাগিনী রক্ষাকবচ! বাড়বে না মনোবল।

আবেগে ডাকলে কাছে, ছুটবে দ্রুত লয়
তুমিই পাবে ভয়, মুক্ত বিহগ ও নাগ রবে নির্ভয়
সৌন্দর্য রূপ, শীতল শরীর, দৃশ্যত নরম
পাষাণ হৃদয়, ডানায়, বুকে খুঁজো না ওম গরম।

উড়ে যাবে, উঠবে ফুঁসে, খেয়ালি ইচ্ছামত
ডানা নখর ছোবল ঘাতে করবেই জর্জরিত।
শৃঙ্খলিত করতে চেয়ো না, থাকুক দূরে
বিশৃঙ্খল উন্মুক্ত মায়ায় মিছে ঘুরেঘুরে।