জীবন বহুরূপী উর্বর ঊষর প্রান্তর ধূধূ
যৌবন অমসৃণ আগ্রাসী বিস্তীর্ণ শুধু
চমকিত দমকা হাওয়া ঝড়ো মরু মেঘ
হৃদয়ে অস্থির উদ্বায়ী উদ্বাস্তু আবেগ।


স্বপ্নীল স্বর্গারোহণ অতল শীতল ছায়া
আকাশনীলা মিতালী কায়া ভরা মায়া
কল্পনা সুশোভিত লতা বিটপী ছাওয়া
আল্পনায় পারিজাত,গহীনে না পাওয়া


শিল্পীর শৈল্পিক তুলি নিরুপম যত চিত্র
শান্তি অশান্তি মিশ্রণজাত পাপ পবিত্র,
ময়ূরপুচ্ছ পালক মনে মাধুরী সাজানো
রেশমী সুবর্ণা ঝালরে বাঁশরি বাজানো


কনক আভা সাথে সুগন্ধ গোলাপ দল
আভরণ ঝলকে ছলকে সাধে মখমল
দীপ্ত প্রগাঢ় প্রভা হেরিয়া ভুল অজান্তে
আবরণ জড়ানো ছলে দোলা দিনান্তে।


অসমতা গ্লানিবোধ, স্নিগ্ধ মুগ্ধতা জানি
অকারণ বারণ শেকল পায়েপায়ে টানি
অসততা বিলক্ষণ কোথায় কোন পানে
বিচক্ষণ প্রতিক্ষণ ভুল, কে কত মানে ?


জীবন জঞ্জালকণা, হৃদয় রাখো অভয়
একবার একটাই জীবন, জয় পরাজয় ।
==========<<>>==========