===================


শিশুরা সুন্দর, সর্বত্র কি নামমাত্র!
মাপকাঠি বাঁধে কে যত ভিন্ন গাত্র,
ধর্ম বর্ণ নাম গোত্র, ধনী, অভাজন
আহাম্মক কারা সব করে বিভাজন!


সুখদুঃখের ভগ্নাংশ কঠিন বরাবর,
সমান যন্ত্রণায় কাঁপে মায়ের জঠর;
একনাম শিশুর অসমান কেন কদর!
সবশিশু পাবেনা কেন সমান আদর?


নির্দোষ নিষ্কলুষ শিশুমন নিষ্পাপ,
সুন্দর পবিত্রতম দাও মমতা ছাপ;
মুখর জয়গান স্লোগানে বৈষম্যহীন!
ধুঁকে মরে কেন চিকিৎসা অন্নহীন!


কি পরিমাপ কোন বিভেদের রেখা,
অবোধ ভুল প্রবোধ বিধিবাম লেখা!
অথচ,খাদ্যও অর্থের অপচয় অনাচার;
অযথা কুখাদ্য কত স্বার্থান্ধ পাপাচার।


মিনতি করি তবে, আর নয় অবিচার,
প্রকৃত শিশুজগত গড়ো,সত্য সুবিচার
সর্বানুভূত সুমতি জাগুক শিশু প্রীতি,
সবল নির্ভীক শিশু, বিশ্বময়  সম্প্রীতি।
======================