========================
স্নিগ্ধ ভোর বারান্দায় শুরু করি দিন,
ছায়ার মত থাকে আমার মেয়ে শিরিন
রাজ্যের খবর মনমরা দৈনিক পত্রিকাতে,
মেয়ের ছোঁয়াই খুশির, স্নেহ পরশ হাতে।


বাগান জুড়ে প্রজাপতি উড়ে ফুলে ফুলে,
রান্নাঘরে হরেক ঘ্রাণ নিত্য নাসামূলে,
কত দ্রুত সময় পেরোয়, যাই আমি ভুলে
মেয়ে এসে চশমাখানি চোখে দেয় তুলে।


এইতো সেদিন ছোট্ট মেয়ে মিষ্টি মুখ,
কোলেপিঠে হামাগুড়ি দোল খেয়ে সুখ;
খাবার গোসল নিত্যকর্মে আমার ছোঁয়া
নিদ্রা অসুখ কিংবা কাপড়চোপড় ধোয়া।


মা মরা মেয়েটির আমিই ছিলাম মা,
অন্য কারো কাছেই সে থাকতো না!
এখন আমিই শিশু, সে আমার মা
শেষবয়সী আধমরার বাঁচার প্রেরণা।


মাতৃবৎ মমতাময় দিয়েছি যেটুকু ছায়া,
প্রতিদান তারচেয়ে বেশি অসীম মায়া;
আমি আজ বুড়ো খোকা, সুখের রাশি
মেয়ে আমার জীবন, তারেই ভালবাসি।


বিদ্যা বিনয় গুণের মেয়ে লেখে পড়ে,
আমার চাওয়া পূর্ণ করে জীবন গড়ে
মেয়ে আমার বেঁচে থাকুক নিজের মত,
ভাবনাহীন সুবোধ ঐ আকাশ বড় যত।
______________________________