==[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]==


খুপরিতে সারারাত ককিয়েছিল ' মা '
ছ'বছর বয়সী শিশু জড়িয়ে ছিল পা!
কেউ দেখেনি এসে বসেনি তার পাশে,
কাঁদেনি বা সান্ত্বনাও দেয়নি সর্বনাশে।


অবুঝ শিশুর অন্নকষ্টে বিসর্জিত ভরম,
আঁধারে কম আলো উদাম উদর গরম
ক্ষুধাতৃষ্ণা আরো চরম, জানেনা ধরম!
নিমিষে নিথর হয় মায়ের আদর পরম।


গতরখাটা শীর্ণ শরীর, শতচ্ছিন্ন শাড়ি
কত কষ্টে  খাদ্যসহ ফিরছিল মা বাড়ি,
ব্যস্ত শহর মাতাল চালক, দ্রুতি গাড়ি
বাঁ পায়ের চূর্ণ হাঁড় আয়ু নিলো কাড়ি।


বাবার কথা জানেইনা, শোনেনি কখনো
শৈশবকাল খালিপেট ক্ষুধাতুর তখনো!
পাশের বস্তির জলার টঙ্গের কয়েকজন
কবর নাকি, কি যেন করেছে আয়োজন!


বিলাপ আলাপ কিছুই না ক্ষুধার্ত প্রলাপ,
ঘরেই ছিল কৃমিনাশক একশিশি জোলাপ,
পড়শিরা কেউ জানেইনি কখন খেলো!
হতভাগা ক্ষুধাতুর মায়ের কাছেই গেলো।


হায়রে সমাজ অন্ধকার খাইখাই মজার!
রাজ্য চুরি উপচে কত ডেগভর্তি মাজার,
আশেপাশে ক্ষুধান্বিত কাতর শত হাজারে,
রাশিরাশি পচছে খাবার ভবের বাজারে।
_______________________________