------------------------------<><\><><>\><<>\<><><
                              
                           অতীব আনন্দিত হইয়া জানাইতেছি,
[ বুকেরপাটা যদিচ কাঁপিয়া উঠিতেছে, কি জানি অপ্রাসঙ্গিকতা দোষে দুষ্ট হইয়া ব্যানকৃত লেখা হিসাবে পরিগণিত হইয়া পড়িবে কিনা! ]
                                
                                   অদ্য  কবিতাপাঠ করিয়া জানিতে পারিলাম যে, আমাদের বাংলা কবিতার আসরের কবি, 'বিশ্বজিত জানা' - এর
- বিয়ের লগন ধার্য করা হইয়াছে।


                   এই উপলক্ষে কবি একখানি আমন্ত্রণমূলক পত্র যাহা কবিতার আদলেই প্রকাশ করিয়াছেন। তাহা হইতে সুখবরটি জানিতে পারিয়া, সবার মধ্যে বিলি করিবার ব্যবস্থা করিলাম।
              
            নিঃসন্দেহ যে, এই খবর দারুণ খুশির ও আনন্দজনক বটে। সুখবরটি ভাগাভাগি করিবার যোগ্যতাসম্পন্ন। এই আসরের লিখিয়ে একজন কবির বিষয় ও বটে। তাই বুকেপিঠে সাহস লইয়া সোৎসাহে লিখিয়া ফেলিলাম।
            
         অবিশ্যি আসরেই কবিতারচয়িতা কবি নিজেও খোলা আমন্ত্রণ জানাইয়াছেন। তাই বলিয়া তাহার অনুমতিপ্রাপ্ত না হইয়া ও আমি সাহস করিয়া সব্বাই কে জানাইয়া দিলাম।
        ★★ অনুষ্ঠেয় আগামী তারিখঃ ৩০ বৈশাখ | ১৪ মে, ২০১৫ |


            ক্ষতি কি!  যদিবা আরো দুচারজন বেশি জানিতে পারিয়া, কবিবর বিশ্বজিত জানা কে বেশিপরিমাণ আশীর্বাদ করিয়া দেন।


............   আশা করি সকলেই আশীর্বাদকারী হইবেন।
আসরের পক্ষে আমি আহ্বানকারী। আপনারা সব্বাই আশীর্বাদকারী।
_________________________________________________________
আমার পক্ষ হইতে শ্রীমান ও শ্রীমতীর জন্য কয়েক শব্দ উপহার।


♥  বিশ্বজিত জানা - এর  বিবাহ,
♥ হোক শুভ সুন্দর  মঙ্গল আবহ।
...................................


       বিয়েরডালা সাজিয়ে
সানাই কাঁসর বাজিয়ে
    বর কে? বিশ্বজিত জানা
আহা হা, তাধিন - তা - না


   প্রতিমা, কনের নাম পূর্ণিমা
মুরতি, মনেরমত তনিমা;
    লগ্ন এলো, এবার মগ্ন কাল
ছাদনাতলায় নাচের তাল।


    সাতপাঁচ তবে আর কি!
সুখ সুখ হবে মাখামাখি
   বাঁধা পড়ে যাক সাত পাকে
তারা যেন রোজ সুখে থাকে।


আশিস রইলো আসর ও আমার
হাসিখুশির প্রতিক্ষণ হোক দুর্বার।


======================== ............  সবাইকে ধন্যবাদ  ।।।