=[[[[[♦]]]]]=[[[[[♦]]]]]=[[[[[♦]]]]]=

আলোকে ভাসিল গোল চাঁদ,
             হেসে দিলো কলঙ্ক তিলক!
বাতাসে আলগা হলো বাঁধ
             মিশে গেলো বিলম্ব পলক |

ঝরাপাতা উড়ে গেলো দূরে;
           কিছু কথা বাকি রয়ে গেল,
গান গেয়ে বিষাদিত সুরে
             শুকতারা তাই জেগেছিল!

আকাশ নীরব হলো সুখে;
         উড়ে গেলো সাদা মেঘরাশি,
রাতজাগা পাখিটির মুখে-
        চোখ বেয়ে নেমে এলো খুশি |

সেই ক্ষণে একজন আরো!
            জেগেছিল নিদহারা ক্ষয়ে
কেউ যদি বলে দিতে পারো
              সুসময় তবু কেন ভয়ে!

জেনেছি আমি সেই খবর,
            ভেবেছি বেদনার বিষাদ!
মেনেছি প্রাণেতেই বিবর
           আবাদি জোছনার বিবাদ |

--=<>[♦]<=>[[♠]]<=>[♦]=--