====♦♦====


শরীরী অঙ্গের মত; খুব প্রয়োজনীয়তা!
আলোকিত আবশ্যক প্রকাশ্য গোপন;
  পরিবারে পরিজনে থাকে একজন
      - মহীরুহ ছায়াতরু হয়ে
   ঝড়জল সয়ে যান, কঠিন দৃঢ়তা!
  রোদেজলে অবিচল থাকেন সফল;
    সেজন আপনজন বড় প্রিয়জন -
নিজেরে বিলিয়ে দেন; স্বীয়সুখ ক্ষয়ে!
সবার সুখের লাগি - যতো আয়োজন;
    সরব নীরবচারী তার মুখরতা |


   অনুলেহ দানে তিনি আসীন প্রবর;
হাসিমুখ পানে চেয়ে, কাটানো জীবনখানি
  বিপদেআপদে ভয়ে, ভীষণ আপন -
   ছায়াবৃত বটবৃক্ষ প্রশান্তির ছায়াতল;
ভুলিয়া নিজের ভোগ! সবাকার তরে,
   অলখে অসুখ ভার, নেইকো খবর!
শত দুঃখে কষ্টেসৃষ্টে - টানেন জীবন ঘানি!
একদিন চলে যান!কিছু নাহি বলে যান
   সময়ের হামাগুঁড়ি শেষকাল তারপর
    - সুসময় শূন্য রয়! ঠিকানা কবর |


সজীবতা কমে গিয়ে - ধীরেধীরে অবসান
বাঁধাধরা বিধিলিপি! ঝরাপাতা যায় ঝরে
ডালপালা শাখা শোভা; শেকড়বাকড় ক্ষয়ে
হারিয়ে যাবার দুঃখ; মনেজাগে কিছুদিন
আবাস নিবাস গৃহ, মনেতে রাখিনা কেহ
   ভুলে যাই সবকিছু অনায়াস অনুভবে!
  কার এতো প্রয়োজন; সুখদুঃখ জানবার
মৃতের মনন আত্মা, নিশ্চিন্ত বিশ্রাম দেহ!
সত্যিকার সুখী আছে! নাকি ছিলো কবে?
    ব্যবধান বাড়ে আরো, ভুলি অবদান |
  
  চেনাজানা কণ্ঠস্বর; বেমালুম ভুলে যাই!
    করিনা অভাব বোধ শেষতক আর;
  দিন আসে দিন যায় - নতুন আপনজন!
    একসাথে থাকি আর স্বজন হারাই-
  বরণডালা সাজাই, বিদায়ের আয়োজন
- বিয়োগব্যথার দিনে থাকি কাছেকাছে!
   ভুলতেও দেরি নয়; বাঁধতেও বারবার
   কিছুদিন প্রিয় প্রাণ! বাঁচে আগেপাছে!
      চিরদিন কেন নয়! হৃদয়ের কাছে;
    সমাদর বারতায়; কতদিন তারে চাই ||


            ====♣♣♣====