................


বারবার ঝড়জল; ফুলে উঠে দোলে বান
  ফুঁসে ওঠা জোয়ারের নানারূপ ঘেরে
  জীবনের নাম বুঝি! বিচিত্র তুফান?
করিমন; নছিমন, শেফালি দীপালি ওরা
- আরো কিছু অভাজন ত্রাণ চাহে এরা!
ফ্যালফ্যাল চেয়ে থাকে! ভাগ্যহত ফেরে |


  স্বামীগৃহ আঁকড়ানো; সচিত্র অভাবী দিন!
  স্বামীপুত্র দূরতম - সাগরের মাঝি জেলে
স্বামীহীনা অনেকেই - কমজোরি মেয়েছেলে  
তাড়া করে দস্যুদল; ঢেউ কাড়ে মনোবল
ডুবতে ডুবতে শেষে; কেউকেউ ফিরে আসে
   - ডাঙ্গায় লেগেই থাকে অভাবের চিন।
   বন্যা তুফানের দিনে সরকারের আইন!
   সাগরে যাওয়া মানা সতর্ক সংকেতময়
    অবুঝ পেটের জ্বালা বুঝে কি বারণ?
   প্রলয়কালের রেশে দীর্ঘ ত্রাণের লাইন
   খাইখাই জেগে উঠে নিবারণ অকারণ
  ঝুপড়িতে খুপরিতে সেঁতসেঁতে আবাসন
    উচ্ছেদ নোটিশ আর ভাঙ্গাগড়া হয়
   এখানে বন্দর হবে ওখানে অধিগ্রহণ
   যাযাবর ঠাঁই মেলে যেমনতেমন এই!
বানের জলের তলে সুপেয় খাবার পানি।
   রোগশোক সব আছে সমাধান নেই;
  দুধের শিশুরা কাঁদে কোথায় অভয়বাণী |


সাবালিকা নাবালিকা; অপুষ্ট কিশোরী মেয়ে
  বিবাহযোগ্যা মেয়ে! আয়োজন দরকার!
  - যৌতুক দেবার সাধ্য! কিবা সমাহার?
   বালিকা জীবন থুয়ে; বধূ হয়েছিল যারা
পুনর্জন্ম পেলো হেথা? ক্ষুধাতুর বালিকারা!
এরাও বধূর বেশে; তবে ফিরে আসে ঘরে
- টানাটানি সংসারের আরো বোঝা হয়ে।
     এসব তুফান নয়! জীবনের অঙ্গ?
   আসে যায় ভেসে রয়; ভাসায় সংসার
  রিলিফের চালডালে ভরে না ভুখা উদর
  খানিক পাওনা এই; একবেলা একদিন!
চেয়ারম্যান- মেম্বর! কতো কি হাঙ্গামা রয়
   প্রাপ্তিস্বীকারের মতো ছবিতোলা হয়
    বারমাসি অভাবেরা ছাড়েইনা সঙ্গ!
- এইভাবে বেঁচে থাকে এরা এবং ওরা;
    জীবনে লেগেই থাকে প্রবল তুফান!
   প্রতিকূল শতরূপে অনুকূল যায় হেরে
  নীরবে নিয়তি খেলা? নিরাকার অবদান!
   কভু কি আপন ভাবি;আয়োজন ছেড়ে -
নিদারুণ কষ্ট সহে; যারা বানভাসি প্রাণ ||


------------