♥♥


সরিয়ে পথেরকাঁটা - পেরোয় নীরবচারী!
   'জীবন' বাহিত হয়, রহিত বিভাস
   স্মৃতিময় স্মৃতিপটে নানা অনুভবে;
  স্মৃতিপথে বারবার ঘুরেফিরে আসে -
প্রেমের মোড়ক ছাড়া বিলাসী বৈভবে!!
চেনাজানা ব্যতিরেকে - লুকায়িত নাগপাশ
    আশার সজীব বায়ু গড়ে সেতুবন্ধ।
   চাপাপড়া ক্ষোভ পুড়ে পরিণত শবে!
   কাঁপা কাঁপা স্বরঘাত অহোরাত্র ভাসে
উদাসী বাতাসে বহে, বারমাসি আহাজারি |

                      ♥♥


  জড়িয়ে জীর্ণ বসন; খোঁজে শানশওকত!
     সুদৃঢ় শপথ ভুলে হৃদয়হীন স্পন্দন
  শীর্ণকায় মনোবলে; জীবনযৌবন ক্ষয়!
   আলোকিত চাঁদ বেয়ে; সুবাসিত গন্ধ।
    বামনরূপের সাধ! চেয়ে চেয়ে মরে  
    - হৃদয় আবদ্ধ করা আবেগ বন্ধন!
  অকারণে যেনতেন; বেখেয়াল ইচ্ছাময়
  পিছু চায় কিছু পায়! আদর যতন করে?
  নির্মাণকৌশল ছাড়া - অনিপুণ ইমারত!
       নিবারণ ভরসায়! নন্দিত নন্দন |


                     ♥♥


পানসে জীবনকাল! নুন ছাড়া তরকারি;
আঁধারের সাথে আলো; কালো হাত রাখে  
  সময়ের আড়াআড়ি; ছোঁয়াছুঁয়ি খেলা!
প্রাপ্তির বিশেষ সেতু; হয়না আর নির্মাণ
আগাগোড়া ভুলে মোড়া! ভাঙ্গাগড়া দ্বন্দ্ব।
- শান্তির সন্ধান পেতে নির্মিত নির্বাণ!
  বহুরূপ শতরূপ খোঁজাখুঁজি এইবেলা;
আহত পরাণ বাঁচে, সয়ে যতো অবহেলা!
   জগাখিচুড়ি জীবন; শুধু ভুল রঙ মাখে  
   কারণ একটামাত্র! বাঁচা বড় দরকারি ||
      
               <>= = =<>