অকালে সকাল এলো; বয়সী হিজল তলে
  ঘোমটাপরা সময়! কেটেছিল চুপচাপ
নিথর প্রাণের কাছে সোঁদাল মাটির আঁচে
  উদাস দুপুরবেলা কেড়েছিল প্রিয় ঘুম!
  বিরহিণী ডাহুকীর কেঁদেছিল দুই চোখ;
- ঘোলাটে জলের মত লেগেছিল পাছে
   জেগেছিল প্রাণহরা মনোময় মিঠে চুম!
  দিশাহারা মনেপ্রাণে বিঁধেছিল অভিশাপ;
   কোকিলের ঠোঁটেঠোঁটে নেচেছিল সুখ
    নিলাজ শ্রাবণধারা পড়েছিল গলে |



উড়েছিল মধুপায়ী; মেলেছিল জোড়া পাখা!
  ঘুরেছে কালোভ্রমর চঞ্চল পাখার ভরে;
   তিরতির নড়েছিল দেবদারু পাতা সব
   - ফুটেছিল হুল কাঁটা বেদনার ঘায়ে!
     অভিমান ঝরেছিল পরিমাণে বেশি
  হাহাকার শোর স্বর; সাজিল থরেবিথরে!
   দূরের ফুলের বনে স্বপন মায়ার ছায়ে-
   নন্দন চন্দনা টিয়া; নেচেছিল খুব খুশি
   - শিরশির বয়েছিল মধুমাখা অনুভব
    কাঁঠালিচাঁপা শাখায় প্রেমালাপ মাখা |


   কলাবতী লাজভয় জড়িয়েছে অঙ্গে;
হলদে শিউলিতলা, মাড়িয়েছে রাঙা ভোর
  প্রেমময় কথকতা ভেসেছিল অমলিন!
- খুঁজেছিল বটছায়া অনাহুত মনঃপ্রাণ
     ধীরবহা সুসময় হয়েছে নিখোঁজ?
বারবার কেঁপেছিল দখিণের খোলা দোর;
  টুপটাপ ঝরেছিল নোনাজল প্রতিদিন -
শঙ্খচিলের ডানায় পালিয়ে গেছে আবেগ!
হারিয়েছে আমাদের ভালোবাসা প্রেম ঘ্রাণ
  আশার আলোর ফুল ফোটেনি সরোজ!
   নিরাশার বহুদিন ভেসেছে চটুল মেঘ
   রেগেছে ঈশানকোণ বাতাসের সঙ্গে |