♠♠


সাগরপরীর মতো - ছড়ানো আঁচল তোর!
ঢেউতোলা কূলপ্লাবী; চপলা মুখের কথা
  বরিষা আনন্দধারা বহে প্রিয়ভাষী স্বর
আঁধারের বিভাবরী পুলকিত সেও হেথা
এখানে বেঁধেছি তাই হৃদয়ের বাড়িঘর |


   সুখে আঁকা জলছবি; বিনা বেদনায়
  খোলামেলা হৃদিদ্বার কিছু বাধা নেই!
   মেঘবাহ জলকণা বহুদিন সাধনায়
গড়েছে শরীর তোর মায়াময়রূপ এই!
প্রেমময় সুখাবহে; মনে হয় নিতি ভোর ||


♠♠


ঘনঘোর মেঘনীল; মেখেছিস এলো চুলে?
   উড়েছে কখানি বুঝি, ঝড়জল নেড়ে!
বৃষ্টিথামা মিষ্টি গন্ধে আকুল হৃদি নন্দন;
   অচেনা দৃষ্টিপথের সকল অসুখ ছেড়ে
- সুবাসিত ছুঁয়ে যায় তোর করবীবন্ধন |


   পললভূমির মতো চিকচিক হাসিমুখ;
   মাছরাঙা ঠোঁটে তোর অধীর অপেক্ষা
- মধুময় আবেশনে নিবিড় মৃন্ময় সুখ;
    সাতরঙা আবাহনে পুড়িয়ে উপেক্ষা!
ধীর ভেলা বেয়ে তবু; অনায়াস পাড়ি কূলে ||


♠♠


শুরু আছে; শেষ নেই! দীর্ঘ সকালবিকাল!
  জেগে উঠা নব দ্বীপ বুকভরা আশাবাদ-
   ভীরুতা জড়তা নেই বিরহপীড়িত খরা!
    উর্বর স্বপ্নিল তোর প্রাণময় চাষাবাদ;
  সরলতা মনোময়, বিমলতা প্রীতি ভরা |


   প্রাণময়ী প্রিয় ওহে - যুবতী চন্দ্রকিরণ!
   দখিনা স্নিগ্ধ বাতাস; তুই প্রিয়তি মুরতি
  বাধাহীন সীমারেখা; আলোকিত বিকিরণ
পানকৌড়ি ডুবখেলা তোকে চাই অবিরতি
- মনেধরা এইভাবে; কাটাতে অনন্তকাল ||


♠♠