নিঠুর পামর দল - কোথায় করিস বাস?
   চাপাতি চাপিয়ে দিবি এরপর যারে;
   কুপিয়ে খুঁচিয়ে মারা নৃশংস উল্লাস!
আমাকে শিকার কর; খুঁজিস নতুন কারে?
পালাবি কেন ঘাতক? রক্ত খেয়ে যাস!
কিসের বালাই কতো - মানিসনা অতো
   বদলা বিচার কিছু, চাইবে না কেহ!
পিপাসা রাখিস মনে পিশাচসুলভ ব্রত
কুকুর হয়ে নাহয়; খেয়েই ফেলিস দেহ!
  শান্তি,ধর্মের দোহাই - আমাকেই মার'
রুধির চেটে থামিস; ঘৃণিত বন্য শপথ!
  রক্তপিপাসা ভুলিস পাষণ্ড পশু এবার;
ধর্ম শুধুই তোদের? একার নাকি ওপথ!
  নিঠুর হায়েনাদল - আসলে, কি? চাস |


♦♦


  বিচার মানিস বল ? স্বর্গ ও নরকবাস
আচার জানিস দেখি - ভীষণ বিপথগামী
এমনতর শিখন! কোথায় পেলি আভাস;
   পশুদলের আদল অসুর কুপথগামী!
  মানুষের লহু নিতে ছুরিকাঘাত খেলা
পুরুষ নাকি পুরীষ! বীর্যহীন বর্জ্য খাস?
   পাপিষ্ঠ গুপ্তঘাতক বিষাক্ত এবোলা!
আমার ধর্ম শান্তির, হত্যা খুন অনুল্লেখ
স্বাধীন কানুন মত, নিজেরাই কি জানিস?
নিয়মনিগড় আছে কিতাবকোরান দ্যাখ -
যতেক পালনকারী কতেক তবে মানিস?
  জানিনা কেমনতর ভুলের মাশুল দিবি!
  রক্তপাগল বেতাল; খুনি মাতাল খবিস  
  ভুলবি কখন কবে ? দুষ্ট এই দুনিয়াবি |


♦♦♦


   ধর্ম কর্মের বিধান লিখেছেন এক প্রভু।
কোথাকার শিক্ষা নিয়ে - দীক্ষা পেয়েছিস?
   কুপিয়েছেন কি তিনি! শুনেছিস কভু?
  জঘন্য কীটজ ক্ষুধা পুঁজরক্ত থিকথিক;
শেষবার খুন করে চেটেপুটে খেয়ে নিস্!
রুধির নিষিক্ত পথে আসুক মুক্তি সঠিক।
   লক্ষ টুকরো করিস আমার হৃদয় বক্ষ
  কোষকলা স্নায়ুবিক কাটিস অমানবিক!
  জানিস আমার ধর্ম - শুধু মানবতাবাদ
  ধরিস এবার তোরা মানবধর্মের পক্ষ।
  আমার খুনের দামে! মিটুক রক্তবিবাদ
  কর্ষিত ভূমির ক্ষতে ঘর্ষিত যতো নিনাদ
  আমাকেই শেষ খুন! শেষতম প্রতিবাদ
  বিনিময় চাই শুধু - শান্তির চাষ আবাদ ||
♦♦♦♦