°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ছাতিমের ঘ্রাণ পাইনি কতোদিন;
ভুলেও শুনিনি চামেলি আলাপ
- হারিয়েছি পলাশের ছায়া!
বকুলগন্ধী স্বপনের সাথে,
শেষ কবেকার দেখা!
রাতের শিয়রে নিদ্রা টেনে টেনে;
দিনের শরীরে অভিমান এঁকে
- খুন করেছি শিউলিভোর |


চোখ মেলে দেখিনি নাকের দূরত্ব;
বিশ্বাস করিনি সত্যাশ্রয়ী কান
- মজ্জা মগজে বেসাতির ঝাঁপি!
নিশ্বাসে যে আগুন ঝরেছে,
কিছুই রাখিনি লেখা!
গুরুত্বহীন আবীর কিনেছি;
কলমদানি সাজিয়ে রেখেছি তাকে
- নুন খেয়েছি গাইনি গুণগান |


হারতে শিখিনি জিততে যতোদিন;
খুলেও দেখিনি হৃদয় বিলাপ
- ইরাবতী গোলাপের মায়া!
নগ্ন মোহের ভগ্ন জমিনে,
মগ্ন বাগান বাড়ি!
ক্ষীরি বৃক্ষের ঝুরিতে ঝুলে;
দোলনা ভেবে দোদুল দুলেছি
- মেলতে পারিনি সুশীলন পাখা |


স্বত্ব বিকিয়ে কিনেছি যে দাসত্ব;
শিকল বাঁধুনি দখিনের গান
- দুয়ারে টানিয়ে কীলকলিপি!
রুগ্ন দ্রোহের অগ্নিদহনে,
গহনে দিয়েছি পাড়ি!
শাহী অঙ্গুরীর রত্ন কিনিনি;
তর্জনী উঁচু করতে জানিনি  
- অযত্নে মেলেছি দশ করশাখা ||


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
... © স্বত্ব সংরক্ষিত
® আগুন নদী <২০২০>