♠ .....


তারপর, উন্মেষ উন্মোচন
আনন্দঘন ভবিষ্যতের হাত ধরে,
অসার ভাবলেশহীন.....
শব্দসংগমের বাঁধভাঙা যৌবন পর্ব!
কথামালার উদ্বেগ মোচনের চেষ্টায়
- পক্ষাঘাতগ্রস্ত ভাষায় তৈলমর্দন চলে,
আত্মপ্রকাশ না আত্মপক্ষ সমর্থনে,
অসাধারণ সব আবেদনের ঠোঁট!
বেহায়াপনায় চরম স্পন্দিত হয়ে ওঠে
- আকুতিভরা টলটলে জলের চোখ |


আবেগতাড়িত পদ্যের শোভাযাত্রায়,
একঝাঁক গদ্যের স্বভাবী আকুল লাফ
আকুলিবিকুলি নিবেদন.....
আমাকে ঠাঁই দিন হে মহাযাত্রিক!
নাহয় ধ্বংস হবে বৈরাগীর সিংহাসন
- আত্মা বিকিয়ে দিয়েছি বহু আগে,
অস্তিত্বহীন অস্তিত্বসংকটের মুক্তি পেতে,
উত্তেজনার বিকার অর্জনের আগ্রহে,
দ্রোহহীন মোহের আকারে জেগে ওঠে
- বিষণ্ণতার থলথলে ছ্যাঁকার বুক |


দ্বিধার বর্ণগুলি চকচকে হবে,
কাগজের মাত্রায় স্থাপিত পরমানন্দ  
উৎকণ্ঠার সাঙ্গলীলায়.....
এবার বেওয়ারিশ শ্লোকের পংক্তিরা!
তবে যদি মুছে যাবে যাবতীয় শব্দপাপ
- দয়ার সাগরস্নানে পেলে পরিচয়,
সামান্য আলোয় ফিরে পুড়ে যাক পাখা!
প্রলোভন তৃপ্তির সুখী আলো পেতে,
আলোড়নহীন প্রাপ্তিতে মুখিয়ে ওঠে
- বাক্যাশ্রয়ী পতঙ্গেরা আলোক উন্মুখ ||


-<><>=© আগুন নদী ©=<><>-